বগুড়ার আদমদীঘিতে কম্বাইন হারভেস্টার দ্বারা ধান কর্তন অনুষ্ঠানে উপপরিচালক

308

[su_slider source=”media: 4591,4592″ title=”no” pages=”no”] [/su_slider]

মো. এরশাদ আলী রাজশাহী প্রতিনিধি: উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প’র (২য় পর্যায়) আওতায় গত ৮ মে বগুড়ার আদমদীঘিস্থ কুন্দগ্রাম গ্রামে কম্বাইন হারভেস্টারে সাহায্যে বোরো ধানের শস্য কর্তন করা হয়। এ উপলক্ষে আদর্শ চাষি মো. দিদার রহমানের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক কৃষিবিদ প্রতুল চন্দ্র সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ কামাল আহমেদ তালুকদার, অতিরিক্ত উপপরিচালক ওবায়দুল রহমান ও কৃষি প্রকৌশলী মো. আবু সাঈদ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আদমদীঘি কৃষিবিদ মো. কামরুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশ বর্তমানে খাদ্যে স্বয়সম্পূর্ণ হয়েছে; সেই সাথে বিভিন্ন যন্ত্রপাতিতেও সহজলভ্যতা হওয়ার জন্য চেষ্টা চলছে, যেন অত্যাধুনিক যন্ত্রপাতি কৃষি কাজে ব্যবহার করে কৃষির উৎপাদন বৃদ্ধি করা যায়। কম্বাইন হারভেস্টার দ্বারা ধান কর্তন এখন যুগোপযোগী সময়। কারণ যখন ধান কাটার জন্য টাকা দিয়ে লেবার পাওয়া যাচ্ছে না, ঠিক তখনই বাংলাদেশে কম্বাইন হারভেস্টার চলে এসেছে। কম্বাইন হারভেস্টার দ্বারা ধান কাটলে লেবার খরচ অনেক কম হয। এ মেশিন দ্বারা ১.৫ বিঘা ধান কর্তন করতে সময় লাগে ১ ঘন্টা এবং জ্বালানী খরচ লাগে ২/৩ লিটার। তাছাড়া দুর্যোগ মূহুর্তে অল্প সময়ে কম খরচে ধান সংগ্রহ করে ঘরে তোলা সম্ভাব। প্রধান অতিথি আমন্ত্রিত কৃষকভাইদেরকে এ মেশিনটি ক্রয়ের আহবান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি তথ্য সার্ভিস রাজশাহীর কর্মকর্তা মো. এরশাদ আলী, উপসহকারি কৃষি অফিসার মো. আনিসুর রহমান, মো. নুহুআলম রতন, সাংবাদিক, গন্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষাণ-কৃষাণী মিলে প্রায় ২৫০ জন।