রাজশাহী জেলার কৃষি কারিগরী সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

308

IMG_20170509_111450

মো. এরশাদ আলী, রাজশাহী প্রতিনিধি: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) আয়োজনে কৃষি মন্ত্রনালয়ের আওতাধীন জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানদের নিয়ে কৃষি কারিগরী সমন্বয় কমিটির এক সভা গত ৯ মে রাজশাহীর খামারবাড়িস্থ ডিএই উপপরিচালকের কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিএই উপপরিচালক কৃষিবিদ দেব দুলাল ঢালী।

অনুষ্ঠানের শুরুতে ডিএই অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ কেজেএম আব্দুল আউয়াল সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। তিনি একেক করে সকলকে তাঁদের কার্যক্রম তুলে ধরার অনুরোধ জানান। এরপর বিএডিসি (বীজ বিপণন), বিএডিসি (উদ্যান), মৃত্তিকা সম্পদ উন্নযন ইনস্টিটিউট, সরেজমিন গবেষনা বিভাগ, গম গবেষণা ইনস্টিটিউট, ধান গবেষণা ইনস্টিটিউট , জেলা মার্কেটিং অফিস, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, ফল গবেষণা কেন্দ্র, জনতা ব্যাংকের প্রতিনিধি, কৃষি তথ্য সার্ভিসসহ রাজশাহীর বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের বক্তব্যের মাধ্যমে তাঁদের কার্যক্রম তুলে ধরেন।

সভাপতি তাঁর বক্তৃতায় বলেন, কৃষি ক্ষেত্রে যে অভুতপুর্ব সাফল্য অর্জিত হয়েছে তা ধরে রাখতে কঠোর পরিশ্রমের প্রয়োজন। কারণ সফলতাকে ধরে রাখতে না পারলে সকল পরিশ্রম ম্লান হয়ে যাবে। দেশে দিন দিন আবাদি জমি কমে যাচ্ছে কিন্তু ফসল উৎপাদন বৃদ্ধির কারণে দেশের খাদ্য চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব হয়েছে। গবেষণার মাধ্যমে উন্নত জাত উদ্ভাবনের ফলে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের মাধ্যমে খাদ্যউদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে। গবেষণার মাধ্যমে উদ্ভাবিত জাত, প্রযুক্তিকে কৃষকের মাঝে ছড়িয়ে দিতে সম্প্রসারণ কর্মিদের কাজ করার এবং সমন্বয় সভার মাধ্যমে তা কার্যকরি পদক্ষেপ গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে আহবান জানান।। তিনি আরো বলেন, কৃষি বিজ্ঞানীদের গবেষণালব্ধ জ্ঞান, তথ্য ও উদ্ভাবিত প্রযুক্তি কৃষি ও কৃষকের কাজে লাগবে এবং সম্প্রসারণ কর্মি তাদের পরিশ্রমের মাধ্যমে কৃষকের দোরগোড়ায় তা পৌঁছে যাবে।