তুষার কুমার সাহা, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বার্ষিক উন্নয়ন প্রকল্পের অর্থায়নে নিরাপদ আম ও সবজি ফসল উৎপাদনের ওপর দিনব্যাপি এক কৃষক প্রশিক্ষণ গত ৮ মে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমিনুজ্জামানের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলাম ।
প্রধান অতিথি বলেন, আমখ্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলার আমচাষিদের আমের সুনাম অক্ষুন্ন রাখতে নিরাপদ আম উৎপাদনে যেমন এগিয়ে আসতে হবে তেমনি উৎপাদিত আমে ব্যবসায়ীরা যাতে কেমিক্যাল দ্রব্য মিশিয়ে বাজারজাত করতে না পারে সেদিকেও সতর্ক রাখতে হবে। তিনি আরো বলেন, এ বিষয়ে আমচাষি ও আমব্যবসায়ীদের মনে রাখতে হবে এ এলাকার আম এবারও বিদেশে রপ্তানি হবে, কাজেই দেশের সুনাম অক্ষুন্ন রাখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি উপস্থিত আমচাষি ও আমব্যবসায়ীদের এ বিষয়টি গুরুত্বের সাথে দেখার আহবান জানান। প্রশিক্ষণে নিরাপদ আম ও সবজি উৎপাদন, সবজি উৎপাদনে কীটনাশকের পরিবর্তে বিষটোপ বা আইপিএম/আইসিএম পদ্ধতির ব্যবহার বৃদ্ধিসহ উৎপাদিত পণ্য বাজারজাতকরণ, আম গাছে কাল্টার ব্যবহার না করা , আমে কেমিক্যাল ব্যবহার নিয়ন্ত্রণ ও নিষিদ্ধকরণ এসব বিষয়ে হাতে-কলমে শেখানো হয়।। এতে এলাকার ১ শ’ জন আম ও সবজি চাষি অংশগ্রহণ করেন।