মো. এমদাদুল হক, কুষ্টিয়া প্রতিনিধি: উপজেলা কৃষি অফিসের আয়োজনে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প’র আওতায় আধুনিক কৃষি যন্ত্রপাতির ওপর দিনব্যাপি এক কৃষক প্রশিক্ষণ ১৫ মে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আব্দুল মজিদের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো. খুরশিদ আলম।
প্রধান অতিথি বলেন, পরিবর্তিত জলবায়ু ও বর্তমান সময়ে কৃষি শ্রমিকের সংকট নিরসন করতে সরকার ভূর্তুকিতে দলবদ্ধ কৃষককে কৃষি যন্ত্রপাতি প্রদান করছে। বর্তমান অবস্থাতে খামার যান্ত্রিকীকরণের কোনো বিকল্প নেই, যতো দিন যাবে দেশও ততো উন্নত হবে। অধিক পারিশ্রমিকের আশায় কৃষি শ্রমিকেরা অন্য পেশায় স্থানান্তর হবে। এজন্য আজকে প্রশিক্ষণের জ্ঞান বাস্তবতার আলোকে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষি শ্রমিকের সংকট নিরসন করতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার যান্ত্রিকীকরণ বর্তমান সময়ে খুবই প্রয়োজন, কারণ কৃষি শ্রমিকের অভাবে জমিতে চারা রোপণে বিলম্ব হচ্ছে। পরিচর্যা এবং ফসল সংগ্রহ করতে দেরি হওয়ার জন্য উৎপাদিত ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমাদের কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহারের শিক্ষা কাজে লাগাতে হবে।
দিনভর এ প্রশিক্ষণে কৃষকদের জমি ব্যবস্থাপনা, যন্ত্রের সাহায্যে চাষাবাদ, ফসল কর্তন, মাড়াই এবং যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের ওপর প্রশিক্ষণ দেয়া হয়। এতে ৩০ জন চাষি অংশগ্রহণ করেন।