পরিবেশ রক্ষা এবং এবিষয়ক সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে মাত্র ১২ ঘণ্টায় ৬৬০ লাখ বৃক্ষরোপন করেছে ভারত সরকার। আর ভারত সরকারের এই উদ্যোগে স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নিয়েছিল প্রায় পনেরো লাখ মানুষ। খবর দ্য ইন্ডিপেন্ডেন্ট।
গত রোববার মধ্য প্রদেশে অবস্থিত নর্মদা নদীর ধারে চারাগাছ রোপনের মধ্য দিয়ে ওই কর্মসূচির সূচনা হয়েছিল। প্যারিস চুক্তিতে ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছিল আগামী ২০৩০ সালের মধ্যে অন্তত পাঁচ মিলিয়ন হেক্টর জমিতে বনাঞ্চল করবে। ওই প্রতিশ্রুতির অংশ হিসেবেই ভারত সরকার এই ক্যাম্পেইনের আয়োজন করে।
গত বছর উত্তর প্রদেশ রাজ্যে বনায়নের অংশ হিসেবে ৫০০ লাখ বৃক্ষরোপন করা হয়েছিল। গত বছরের ওই রেকর্ড ভাঙার জন্যই মূলত এবছর মধ্য প্রদেশে এই বৃক্ষরোপনের আয়োজন করা হয়েছে।
এদিকে রোববার এই পুরো বিষয়টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সদস্যরা কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন বলে জানা যায়।
মধ্য প্রদেশের মোট ২৪টি জেলায় এই বৃক্ষরোপন অভিযান চালানো হয়। বিশেষ করে নর্মদা নদীর বেসিনকে কেন্দ্র করে এই বৃক্ষরোপন করা হয়। আর এসময় মোট বিশ প্রজাতির বৃক্ষ লাগানো হয়েছে। এদের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ঔষধি ও ফলজ বৃক্ষ।
রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এ ঘটনাকে ঐতিহাসিক দিন বলে অভিহিত করেন।
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম