ফেনীতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপন অভিযান শুরু

329

Untitled-1

শাহাদাত হোসনে তৌহিদ, ফেনী থেকে: ফেনীতে ‘বৃক্ষরোপণ করে যে, সম্পদশালী হয় সে, স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশি ফলের গাছ লাগাই’ এ স্লোগানে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপন অভিযান শুরু হয়েছে।

মঙ্গলবার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন রাজাঝির দিঘীর পাড়ে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।

চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা এসএম কায়ছারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম।

স্বাগত বক্তব্য দেন-কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক ড. মো. খালেদ কামাল। অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন, ফেনী সদরের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাফিউল ইসলামসহ উপজেলা কৃষি কর্মকর্তারা।

অনুষ্ঠান শুরুতে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠান শেষে শহরের কাজিরবাগ ইকোপার্ক পুকুরে মাছ অবমুক্তকরণ ও ইকোপার্কে গাছ রোপন করা হয়।

জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলায় ২০টি স্টলে ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী বৃক্ষের রকমারি গাছের চারা বিক্রয় হচ্ছে। মেলা চলবে ২৪ জুলাই পর্যন্ত।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম