কুষ্টিয়ায় ওষুধ ও ধানবীজের দোকানে ২০ হাজার টাকা জরিমানা

329

103910ADALOT

এসএম জামাল, কুষ্টিয়া থেকে: কুষ্টিয়ায় বাজার ভেজালবিরোধী অভিযানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুই দোকানি ও ধানবীজের দোকানে মূল্যতালিকা না টানানোর অভিযোগে আরও এক বীজ ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকায় দুটি ওষুধের ও সদর উপজেলার একটি ধানবীজের দোকানে অভিযান চালায়। এসময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে পোড়াদহের রহমান ফার্মেসির মালিককে পাঁচ হাজার টাকা ও হক ফার্মেসির মালিককে পাঁচ হাজার টাকা এবং সদর উপজেলার মৌসুমী ট্রেডার্স নামে একটি বীজের দোকানে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এসময় তিনি জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে তাকে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ (৫১) ধারা মোতাবেক পোড়াদহের দুই ফার্মেসিকে ও সদর উপজেলার মৌসুমী ট্রেডার্স নামে একটি বীজের দোকানে মেয়াদউত্তীর্ণ কেমিক্যাল পাওয়ায় এবং দোকানে মূল্যতালিকা টানানো না থাকা অপরাধে জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এই অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

এসময় সিভিল সার্জন প্রতিনিধি, র‌্যাব সদস্য ও ক্যাবের সদস্যসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম