রাজিব হোসেন রাজন, শরীয়তপুর থেকে: ‘‘স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশি ফলের গাছ লাগাই ও বৃক্ষ রোপণ করে যে, সম্পদশালী হয় সে” এই প্রতিপাদ্য নিয়ে শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সামাজিক বন বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের
সহযোগিতায় পাঁচ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও ফলদ বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টায় শরীয়তপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহবুবা আক্তার প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রিফাতুল হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি অনল কুমার দে, ফরিদপুর বিভাগীয় বন কর্মকর্তা মো. এনামুল হক ভুইয়া।
আলোচনা অনুষ্ঠান শেষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৩৫০টি বিভিন্ন ফলদ গাছের চারা বিরণ করা হয়। মেলায় ৩০টি স্টলে রকমারী ফলদ ও ঔষধি বৃক্ষের চারা প্রদর্শন ও বিক্রি হয়।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ চত্বরে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
আরো পড়ুন:
এভোন এ্যানিমেল হেলথ এর জমাকালো ‘পণ্য পরিচিতি অনুষ্ঠান’
মাটি ছাড়াই চাষ হচ্ছে তরমুজ!
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম