বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার ঢাকায় ‘৪র্থ আন্তর্জাতিক ডেইরি, মৎস্য ও পোষাপ্রাণি মেলা-২০১৮’এর আয়োজন করতে যাচ্ছে এনিমেল হেলথ কোম্পানিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (আহ্কাব)।
আগামী ২০১৮ সালের ৮ থেকে ১০ মার্চ’ এ মেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে, আর এর জন্য চলছে স্টল বুকিং।
আয়োজক সূত্রে জানা গেছে, বিগত সময়ের তুলনায় এবারের মেলার আয়োজন থাকবে বিগত সময়ের তুলনায় আরো ব্যাপক ও বিস্তৃত।
আয়োজন উপলক্ষ্যে নেয়া হবে নানামুখি কার্যকর উদ্যোগ। ডেইরি, মৎস্য ও পোষাপ্রাণি সংক্রান্ত নতুন নতুন বিষয় ও প্রযুক্তি ব্যাপকভাবে তুলে ধরার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আয়োজক এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।
প্রদর্শনী আয়োজনের উদ্দেশ্যে ভাড়া নেয়া বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার (বিআইসিসি) এর ৪টি হলের মধ্যে হল-১,২ ও ৩ এর স্টলগুলো ইতোমধ্যে বিক্রি সম্পন্ন হয়েছে। এছাড়াও হল-৪ এর ৫০ এরও অধিকশতাংশ স্টল বিক্রি সম্পন্ন। এখন পর্যন্ত ৪টি হলের সর্বমোট ২৯৭টি স্টলের মধে ২৫৭টি স্টল ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে এবং বাকি ৪০টি স্টল আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বন্টন করা হবে।
স্টল বুকিংয়ের সর্বশেষ সময় আগামী ১৫ নভেম্বর, ২০১৭।
আয়োজকদের পক্ষ থেকে আগ্রহীদের দ্রুত স্টল বুকিং নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
স্টলগুলো সাধারণ এবং প্রিমিয়াম-এ দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সাধারণ স্টলের মূল্য ৫০ হাজার টাকা অথবা ৯০০ ডলার এবং প্রিমিয়াম স্টলের মূল্য ৬০ হাজার টাকা বা ১ হাজার ডলার।
বিস্তারিত তথ্যের জন্য: আহ্কাব-এর মহাসচিব ডা. মো. কামরুজ্জামান, মোবাইল : ০১৭৩২৯৫৩৪০১; ভেন্যু ম্যানেজমেন্ট সাবকমিটির আহ্বায়ক ডা. নজরুল ইসলাম মোবাইল : ০১৭১৩০৩৩৮৪৭; মেম্বার সেক্রেটরি ডা. মুহাম্মাদ মাহমুদ হোসেন, মোবাইল: ০১৭০১৬৯২৫৫৫ এবং আহকাব অফিস সেক্রেটরি মো. কামরুলইসলাম, মোবাইল : ০১৭১৩৪৫৪৪২৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম