শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আজ থেকে ঈদের ছুটি শুরু

854

 

sbkub

বিপুল মজুমদার, শেকৃবি প্রতিনিধি: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) পবিত্র ঈদুল আজাহার ছুটি আজ বুধবার থেকে শুরু হচ্ছে। এসময় সকল প্রকার ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। নাড়ী টানে বাড়ি ফেরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, সুস্থভাবে সবাই বাড়িতে পৌঁছাক। আত্মীয়-স্বজন সকলকে সঙ্গে নিয়ে আনন্দে ঈদ কাটুক। নিরাপদে আবার বিশ্ববিদ্যালয়ে ফিরে আসুক।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, আজ ৭ সেপ্টেমর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরি কাজে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের এ ছুটির আওতার বাইরে রাখা হয়েছে। দীর্ঘ ১৩ দিন বন্ধ থাকার পর ২০ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে যথারীতি ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চলবে। এ ছুটিতে ছেলেদের হল খোলা থাকলেও মেয়েদের হল বন্ধ থাকবে। তবে ১৯ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের সব হল ডাইনিং ও ক্যান্টিন খুলে দেওয়া হবে। ইতিমধ্যে দূরদূরান্তের শিক্ষার্থীরা হল ছেড়ে চলে যেতে শুরু করেছে। তাই ক্যাম্পাসে প্রাণ চাঞ্চলতা কমে যাচ্ছে।