কাপ্তাই হ্রদে বড় বড় মাছ ধরা পড়ছে

554

2018-02-08_4_270654

রাঙ্গামাটি: দীর্ঘ বিরতির পর কাপ্তাই হ্রদে এবছর আবারো বৃহৎ আকারের ও বেশি ওজনের মাছ ধরা পড়ছে জেলেদের জালে।

বড় মাছের মধ্যে ২০ থেকে ২৭ কেজি ওজনের কাতল মাছ ৮ থেকে ১০ কেজি ওজনের রুই মাছ, ৬ থেকে ১২ কেজি ওজনের মৃগেল ও কালিবাউস, ৪ থেকে ১৫/২০ কেজি ওজনের বোয়াল মাছ, ৩ থেকে ৫ কেজি ওজনের তেলাপিয়া মাছ পাওয়া যাচ্ছে।

এছাড়া সেই তিন দশক আগে কাপ্তাই হ্রদে যেভাবে ২০ থেকে ৩০ কেজি ওজনের চিতল মাছ পাওয়া যেত, এবছরও তেমনি বড় ধরনের মাছ জেলেরা শিকার করছেন বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।

স্থানীয় জেলেরা জানিয়েছেন কাপ্তাই হ্রদে বর্তমানে নির্দিষ্ট প্রজাতির দেশীয় মাছ ছাড়াও পাঙ্গাশ, বিদেশি জাতের মাগুর মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে জেলেদের জালে।

বুধবার দুপুরে কাপ্তাই হ্রদে একটি ১০ কেজি ওজনের পাঙ্গাশ মাছ ধরা পড়ে স্থানীয় এক জেলের জালে। শহরের রিজার্ভ বাজারের মৎস্য বিক্রেতা রাসেল এটি পাইকারিদরে কিনে ২১শ টাকায় মাছটি বিক্রি করেছেন বলে জানিয়েছেন।

স্থানীয় মৎস্য ব্যবসায়িরা জানান, অন্যান্য বছরের ন্যায় কাপ্তাই হ্রদে এবছর দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি হয়েছে প্রত্যাশার চেয়েও বেশি। স্থানীয় জেলেদের মাধ্যমে এবছর ১০ থেকে ১৪ কেজি ওজনের বাঘাআইর, ৮ থেকে ১০ কেজি ওজনের আইর মাছ ধরা পড়ছে জালে।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন