আনন্দ উদ্দীপনায় অনুষ্ঠিত হলো ইয়ন গ্রুপের বার্ষিক বনভোজন-১৮

681

001

দেশের অন্যতম প্রধান এগ্রোবেজড প্রতিষ্ঠান এবং ‘ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’ এর কর্পোরেট বনভোজন-২০১৮।

‘আনন্দ আর উদ্দীপনায় বন্ধন থাকুক পথচলায়’ এ স্লোগান নিয়ে শনিবার (১৭ ফেব্রুয়ারি) গাজীপুর জেলার শ্রীপুরে অবস্থিত ‘গ্রিন ভিউ গলফ রিসোর্ট’ এ এই বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়।

বনভোজনে অংশ নেয়ার লক্ষ্যে প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার রাজধানী ঢাকা থেকে গাজীপুরের শ্রীপুরের পিকনিক স্পটের উদ্দেশ্যে খুব সকালেই রওনা হয়।

প্রতিবারের মতো এবার ও আয়োজিত এই বনভোজন এ ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সম্মানিত চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক মোমিন উদ দৌলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন-গ্রুপ পরিচালক এবং bbq বাংলাদেশর অপারেশন হেড মিসেস সাঈদা দৌলা, ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান মেজর এবিএ মেসবাহউদদৌলা (অব.), নির্বাহী পরিচালক এবিএ সাহিদ উদ দৌলা, ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকতারা, প্রধান কার্যালয়ে কর্মরত সকল কর্মকর্তা- কর্মচারীসহ তাদের পরিবার মিলে প্রায় পাঁচ শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

এবারের এই “বার্ষিক বনভোজন” সফল করতে সকল কার্যক্রম পূর্বেই সম্পন্ন করা হয়। সফলভাবে আয়োজন করতে একটি টিম আগের দিনই বনভোজন স্থলে সকল ৯ঘটিকায় “গ্রিন ভিউ গলফ রিসোর্ট” এ পৌঁছে নাস্তা শেষ করে অংশগ্রহণ করে।

সদস্যবৃন্দ আকর্ষণীয় এবং বিনোদননির্ভর বিভিন্ন ইভেন্ট এ অংশগ্রহণ করেন। বাচ্চাদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন খেলাধুলা, কর্মকর্তা- কর্মচারীদের জন্য ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, গলফ, দৌড় প্রতিযোগিতা, মহিলা কর্মকতারা ও আমন্ত্রিত অতিথিদের জন্য মিউজিক্যাল চেয়ার, পিলোপাসিংসহ বিভিন্ন প্রতিযোগিতাতে সকলে অংশ নেন।

৪টি দল টিম প্লেয়ার, একাউন্টেবল, ব্রাদারহুড এবং সেলফ স্টার্টার ক্রিকেট খেলায় অংশগ্রহণ করে। সবাইকে অবাক করে ব্রাদারহুড ক্রিকেট খেলায় চ্যাম্পিয়ন হয়। ফুটবলে এথিক্যালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লয়াল, ভলিবলে চ্যাম্পিয়ন হয় বিজনেস ইউনিট। গলফ খেলায় চমৎকার খেলে চ্যাম্পিয়ন হন ব্যবস্থাপনা পরিচালক স্যার এবং রানারআপ হন নির্বাহী পরিচালক স্যার।

2B6A2247

এছাড়া ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলায় সকলে অংশগ্রহণ করেন।

মধ্যাহ্ন ভোজন শেষে অনুষ্ঠিত হয় ট্যালেন্ট শো। যেখানে ইয়ন পরিবারের সদস্যরা ও তাদের পরিবারদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা, কৌতুক, গান, ইসলামিক সংগীত, ম্যাজিক, কবিতা আবৃতি। ছোট এবং বড়দের সমন্বয়ে আয়োজিত এই অনুষ্ঠানটি সকলকে বিমোহিত করে।

পরে বিভিন্ন প্রতিযোগিতায় এবং ট্যালেন্ট শোতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে প্রধান অতিথির বক্তব্যে ‘ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’এর সম্মানিত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোমিন উদ দৌলা অনেক কষ্ট করে এই পিকনিকে অংশ নেয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, “এই দিনটির মাধ্যমে একে অন্যের পরিবারের সদস্যদের সাথে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়। এই আয়োজনের মাধ্যমে ইয়ন গ্রুপের আগামীর পথচলা আরো সুন্দর হবে।”

এর পর অনুষ্ঠিত হয় আকর্ষণীয় র‌্যাফেল ড্র। এই র‌্যাফেল ড্রতে ৩০টি পুরস্কার দেওয়া হয়।

সবশেষে, সকলে মাগরিবের নামাজ পড়ে নাস্তা উপভোগ করে তৃপ্ত মনে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

সংবাদ সংগ্রহে মো. শফিকুল ইসলাম, বিজনেস ম্যানেজার, মিডিয়া ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।

নিউজবাংলাদেশ.কম/এমএস