দেশের অন্যতম প্রধান এগ্রোবেইজড প্রতিষ্ঠান ইয়ন গ্রপ অব ইন্ডাস্ট্রিজ এর অঙ্গ প্রতিষ্ঠান “ইয়ন এনিম্যাল হেলথ প্রোডাক্টস লিমিটেড” এর বার্ষিক সম্মেলন অত্যন্ত সফলতার সাথে অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর মহাখালীতে অবস্থিত রাওয়া কনভেনশন সেন্টারে জাকজমকপূর্ণভাবে আনন্দঘন পরিবেশে এই বার্ষিক সম্মেলন-২০১৭ অনুষ্ঠিত হয়।
রোববার (৪ মার্চ) সকাল ৯টায় পবিত্র কুরআন তিলোয়াতের মাধ্যমে এই সম্মেলন শুরু হয়। এর পর পরিচিতি পর্ব শেষে রিজিওনাল সেলস ম্যানেজাররা তাদের রিজিওনালের বার্ষিক সেলস রিপোর্ট পেশ করেন।
সারা দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইয়ন গ্রুপ অব ইন্ডস্ট্রিজের সম্মানিত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোমিন উদ দৌলা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ন গ্রুপের ভাইস চেয়ারম্যান মেজর এবিএ মেসবাহ উদ দৌলা (অব.) এবং পরিচালক তানিম উদ দৌলা।
প্রধান অতিথির বক্তব্যে ইয়ন গ্রুপ অব ইন্ডস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোমিন উদ দৌলা সারা দেশের বিভিন্য প্রান্ত থেকে অনেক কষ্ট করে এই সম্মেলনে অংশগ্রহণ করার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করে সকলকে সম্মেলনে স্বাগত জানান।
কোম্পানির প্রতিষ্ঠা লগ্ন থেকে ইয়ন গ্রুপ তার পণ্যের মান ও সেবার সাথে কখনোই কোনো প্রকার আপোষ করেনি এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বিগত দিনে সেলস অফিসারদের কাছ থেকে যে সহযোগিতা ও ভালোবাসা পেয়েছেন, তার জন্য তিনি সকল সেলস অফিসারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং এই সেক্টরের উন্নয়নে একসাথে মিলেমিশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ইয়ন গ্রুপ এর চেয়ারম্যান মোমিন উদ দৌলা আরো বলেন, সঠিক ও গুণগত মানসম্পন্ন পণ্য ও সেবা প্রদান করে এগিয়ে যাওয়াই ইয়ন গ্রুপের মূল লক্ষ্য। এজন্য প্রতিযোগিতামূলক মার্কেটে মাঠ পর্যায়ে খামারিদের টেকনিক্যাল সার্ভিস ও সেবা সময়মতো প্রদান করার জন্য তিনি কোম্পানির সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের বিশেষভাবে নির্দেশনা প্রদান করেন।
তিনি আশা প্রকাশ করে আরো বলেন, আমরা এমন একটা বিজনেস পরিচালনা করছি যেটা পৃথিবীর জন্মলগ্ন থেকে শুরু হয়েছে এবং তা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। বিগত বছরের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে আগামী দিনগুলোতে তা প্রয়োগের মাধ্যমে নিজেকে সফলভাবে উপস্থাপন করার লক্ষ্যে সকলকে নিরলসভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
ইয়ন এনিম্যাল হেলথ প্রোডাক্টস লি. এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মাহমুদ আলমের সার্বিক পরিচালনায় এই সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার (ফিড, ফিশ ও পোল্ট্রি ফার্ম) মো. হাসান মাহমুদ, জেনারেল ম্যানেজার (একাউন্টস অ্যান্ড ফাইনান্স) মো. শামসুজোহা, জেনারেল ম্যানেজার (এইচ আর অ্যান্ড অ্যাডমিন) সুলতান মাহমুদ, ডেপুটি জেনারেল ম্যানেজার (ফিড ডিভিশন) মো. শাহজাহান, এজিএম (একুয়াকালচার বিজনেস) মনসুর আলম, এজিএম মোহাম্মদ নাজিম উদ্দিনসহ বিজনেস লিডার্স ফোরামের সদস্যরা, বিভিন্ন অংগ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ইয়ন এনিমেল হেলথ প্রোডাক্টস লি. এর ন্যাশনাল সেলস ম্যানেজার মো. হানিফ হোসেন নাজমুল, মার্কেটিং ম্যানেজার ডা. ছাদেকুর রহমান, ইয়ন এনিমেল হেলথ প্রোডাক্টস লি. এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরাসহ প্রায় চারশ সদস্য।
অনুষ্ঠান শেষে আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
সবশেষে ইয়ন গ্রুপের ভাইস চেয়ারম্যান মেজর এবিএ মেসবাহ উদ দৌলা (অব.) ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন।
উল্লেখ্য, সম্মেলনে অংশগ্রহণ করতে সারা দেশের সেলস অফিসাররা আগের দিনই ঢাকায় চলে আসেন। এই সেলস সম্মেলনকে কেন্দ্র করে তাদের উৎসবের আমেজ বিরাজ করছিল।
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন