চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন ১১ ফেব্রুয়ারি

317

ctg_33084

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) এর প্রথম সমাবর্তন আগামী ১১ ফেব্রুয়ারি রোববার বিকেল আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও এ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ প্রথম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। উক্ত সমাবর্তনে “সমাবর্তন বক্তা” হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) প্রফেসর ড. এ. কে. আজাদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।

সমাবর্তন সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের (নম্বর-০১৮১৯-৩৩৬১৪২, ০১৭৩৮-২০৩২০৯) ও ওয়েবসাইট (www.cvasu.ac.bd) এর মাধ্যমে জানা যাবে। ই-মেইল: [email protected], [email protected]|

বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বগুড়ায় ইয়ন গ্রুপের ‘এডভান্স পোল্ট্রি ব্রিডারস লি.’-এর যাত্রা শুরু

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন