চুয়েটে জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করলেন আইদিত ইবনে মঞ্জু

88

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)-এ নতুন জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন জনাব আইদিত ইবনে মঞ্জু (বিনয়)। অদ্য ১৮ এপ্রিল, বৃহস্পতিবার পূর্বাহ্নে তিনি দ্বায়িত্বভার গ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়া চট্টগ্রাম সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় এবং হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্পাদন করেন। চুয়েটে যোগদানের পূর্বে তিনি বিভিন্ন গণমাধ্যমের সাথে জড়িত ছিলেন।
জনাব আইদিত ইবনে মঞ্জু চট্টগ্রাম নগরীর লালখান বাজার হাই লেভেল রোড এলাকার স্থায়ী বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ মনজু মিয়া ও জান্নাত আরা মঞ্জুর একমাত্র ছেলে। এদিকে তাঁকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান চুয়েট এর জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক জনাব মোহাম্মদ ফজলুর রহমান, ক্যামেরাম্যান জনাব মো: সালামত উল্লাহসহ অন্যান্য অফিসিয়ালগণ।