জামালপুরে বন্যা ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষিঋণ মওকুফের দাবিতে কৃষকদলের মানববন্ধন

308

মানবববন্দন

জামালপুর : জামালপুরে বন্যা কবলিত কৃষকদের কৃষিঋণ মওকুফের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে জাতীয়তাবাদী কৃষক দল জামালপুর জেলা শাখা।

সোমবার (৫ আগস্ট) দুপুরে শহরের মেডিকেল রোডে কৃষি ব্যাংকের সামনে জাতীয়তাবাদী কৃষক দল জামালপুর শাখা ঘন্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে।

জেলা কৃষক দলের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুছ ছালামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, বিএনপি নেতা মাইনুদ্দিন বাবুল, লোকমান আহমেদ লোটন, আনোয়ার হোসেন শাহীন, শাহ মাসুদ, জেলা কৃষক দলের সহ-সভাপতি সালেহীন শাহীন মাসুদ, সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম ছাত্তার, কৃষক দল নেতা নুরুল ইসলাম বিপ্লব, এমদাদ, আজগর, মোকলেস, সাদ্দাম হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বন্যা কবলিত কৃষকদের সকল ঋণ মওকুফ করে পুনরায় বিনাসুদে কৃষিঋণ প্রদান করার দাবি জানিয়ে কৃষকদের স্বাভাবিক জীবনে ফিরে না আসা পর্যন্ত সরকারসহ সবাইকে পাশে থাকার আহ্বান জানান।

পরে কৃষকদের কৃষিঋণ মওকুফ ও নতুন করে বিনাসুদে ঋণ প্রদানের দাবি নিয়ে কৃষি ব্যাংক জামালপুর শাখার ম্যানেজার তরিকুল ইসলামের হাতে স্মারকলিপি পেশ করা হয়।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/ মোমিন