বিপুল কুমার সরকার, জয়পুরহাট থেকে: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বন্যা পরবর্তী গোবাদি পশুর রোগ-বালাইয়ের আক্রমণ থেকে রক্ষার্থে উপজেলা প্রাণীসম্পদ বিভাগের পক্ষ থেকে ওষুদ বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে কৃষকদের গোবাদি-পশু পাখিদের জন্য গরুর স্যালাইন, টিকা, কৃমি নাষক ট্যাবলেট, বিভিন্ন প্রকার ওষুধ ও গো-খাদ্য হিসেবে কাঁচা ঘাস বিতরণ করা হয়েছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-রাজশাহী বিভাগীয় প্রাণীসম্পদ বিভাগের উপ-পরিচালক ডা. রেজাউল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান জিয়াউল ফেরদ্দৌস রাইট, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস ছালাম।
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম