টবের গাছের পাতা পুড়ে যাওয়ার কারণ ও প্রতিকার

888

টবের গাছের পাতা বিভিন্ন কারনে পুড়ে যায়। টবে মাটি নির্দিষ্ট পরিমানে হওয়ায় এর সমস্যা হতে পারে। কোন কোন সময় অতিরিক্ত পরিমানে শিকড় বড় হলে গাছ মাটি হতে পুষ্টি উপাদান গ্রহণ করতে পারেনা। আবার ছত্রাকের কারনে হতে পারে।

টবের গাছের পাতা পুড়ে যাওয়ার কারন:
১/ ছত্রাকের কারনে।
২/ কড়া রোদে দীর্ঘ সময় গাছ থাকলে।
৩/ কড়া রোদে টবে বা গাছের পাতায় পানি দিলে।
৪/ টবে পানি কম বা বেশি হলে।
৫/ রাসায়নিক সারের আধিক্যতার কারনে।
৬/ গাছের বয়স ও আকার অনুসারে টবের আকার বড় না হলে।
৭/ পুষ্টির অভাব হলে।
৮/ মাটিতে অক্সিজেনের অভাব হলে।

ক্ষতির ধরণ : আক্রান্ত পাতার কিনারায় পুড়ে যায়। ধীরে ধীরে পুরো পাতায় ছড়িয়ে পড়ে এবং পাতা পুড়ে শুকিয়ে যায়।
ব্যবস্থাপনা :
১/ কখনোই গাছে কড়া রোদে পাতায় পানি স্প্রে করা যাবেনা। সকালে ও বিকালে পানি দিতে হবে।
২/ নিয়মিত পানি সেচ দিতে হবে।
৩/ অতিরিক্ত পানি সেচের কারনে মাটি যেন কাদা কাদা ও পানির অভাবে মাটি শুকনো হতে দেওয়া যাবে না।
৪/ টবের মাটি খুঁচিয়ে বায়ু চলাচলের ব্যবস্থা করে দিতে হবে।
৫/ গাছের আকার ও বয়স অনুসারে টবের আকার পরিবর্তন করে দিতে হবে। টব পরিবর্তন করার সময় গাছের অতিরিক্ত শিকড় ছেঁটে দিতে হবে।
৬/ গাছে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সহ নিয়মিত অনু খাদ্য দিতে হবে।
৭/ গাছকে দীর্ঘ সময় কাল ধরে কড়া রোদে রাখা যাবে না। ছোট গাছ হলে ছায়ায় সরিয়ে রাখতে হবে, আর গাছ বড় হলে টবের নিচে কাঠ বা প্লাস্টিকের পাত্র রাখতে হবে যাতে ফ্লোরের গরম তাপে টব গরম না হতে পারে।
৮/ টবের মাটি পানি ধরে রাখার জন্য মাটিতে পর্যাপ্ত পরিমানে কোকোপিট ও জৈব সার দিতে হবে। গাছের গোড়ায় মালচিং দিতে হবে।
৯/ রোগের আক্রমণ দেখা মাত্রই আক্রান্ত পাতা অপসারন করে মাটিতে পুতে ফেলতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে।

রোগের আক্রমণ বেশি হলে আক্রান্ত পাতা অপসারন করে কোনাজল+ট্রাইফ্লক্সিস্ট্রবিন জাতীয় ছত্রাকনাশক (যেমন ৫ গ্রাম নাটিভো) অথবা প্রোপিকোনাজল জাতীয় ছত্রাকনাশক (যেমন টিল্ট ৫ মিলি/ ১ মুখ) ১০ লিটার পানিতে মিশিয়ে প্রতি ১০-১২ দিন পর পর ২-৩ বার স্প্রে করতে হবে।

লেখক:
মো: মাহফুজুর রহমান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
email: [email protected]

ফার্মসএন্ডফার্মার/ ২৫ এপ্রিল ২০২১