নাটোরের সিংড়ায় ভর্তূকিমূল্যে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করেন প্রতিমন্ত্রী মো. জুনাইদ আহমেদ পলক

279

[su_slider source=”media: 4151,4152″ title=”no” pages=”no”] [/su_slider]

মো: শফিকুল ইসলাম, নাটোর প্রতিনিধি: গত ১৬ এপ্রিল নাটোর জেলার সিংড়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে কৃষকের মাঝে ভর্তূকিমূল্যে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী আলহাজ এ্যাড. জনাব মো. জুনাইদ আহমেদ পলক এমপি। এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুশফিকুর রহমান’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক এবং সিংড়া পৌরসভার মেয়র আলহাজ জান্নাতুল ফেরদৌস । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সাজ্জাদ হোসেন।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের শুরু থেকে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে, যার ফলে দেশের সকল সেক্টরে অভূতপুর্ব সাফল্য অর্জন সম্ভব হয়েছে। মানুষের মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা ও বাসস্থান’র সুব্যবস্থা প্রতিষ্ঠিত করেছে। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, আমরা এখন নিরাপদ খাদ্য উৎপাদনের দিকে এগিয়ে চলেছি। নাটোরের উদ্বৃত্ত খাদ্য- চাল, সবজি ও বিভিন্ন ফল বিদেশে রপ্তানি শুরু হয়েছে। একটি বাড়ি একটি খামার, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, শিক্ষা সহায়তা, ডিজিটাল বাংলাদেশ গড়ার মাধ্যমে সরকার উন্নয়নের চূড়ান্ত শিখরে পর্দাপণ করেছে। বর্তমান কৃষিবান্ধব সরকার ক্ষমতায় আসার পর কৃষি ও কৃষকের উন্নয়ন তথা কৃষিকে যান্ত্রিকীকরণের মাধ্যমে অধিক উৎপাদন করার লক্ষে ভর্তূকিমূল্যে কৃষি যন্ত্রপাতি প্রদান করে আসছে । এরই অংশ হিসেবে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার প্রদান করা হয় । একটি কম্বাইন্ড হারভেস্টারের মূল্য যেখানে সাত লাখ টাকা সেখানে সরকার তিন লাখ ষাট হাজার টাকা ভর্তূকি দিয়ে কৃষকদের মাঝে মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকায় প্রদান করছে । তিনি বর্তমান সরকারের এই ভর্তূকি সুবিধা গ্রহণ করে আধুনিক ও উন্নত জাত এবং আধুনিক কৃষি প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ফসলের উৎপাদন বাড়ানোর মাধ্যমে নিজেদের আর্থ সামাজিক উন্নয়ন তথা দেশকে সমৃদ্ধশালী করে গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান । অনুষ্ঠানে সিংড়া উপজেলার শেরকোল ও রামানন্দ খাজুরা ইউনিয়নের এবং সিংড়া পৌরসভার মোট ৩ জন কৃষকের কম্বাইন্ড হারভেস্টার প্রদান করা হয়।