পোল্ট্রির শেড প্রস্তুত করা

612

পোল্ট্রির শেড প্রস্তুত করা

  • বাচ্চা আসার পূর্বেই শেড পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে হবে।
  • বাচ্চা আসার ২৪ ঘণ্টা আগেই শেড ব্রুডিং তাপমাত্রায় নিয়ে আসতে হবে।
  • বাচ্চা শেডে ছাড়ার সময় সুপারিশকৃত তাপমাত্রা ৬০-৮০% আর্দ্রতায় ৩০ ডিগ্রি সেলসিয়াস বা ৮৬ ডিগ্রি ফারেনহাইট।
  • লিটার সর্বত্র সমানভাবে ছড়ানো এবং তাপমাত্রা ২৮-৩০ ডিগ্রি সেলসিয়াস’র  মাঝে থাকতে হবে।
  • বাচ্চা আসার আগেই পানি এবং বাচ্চা ছাড়ার সাথে সাথে খাবার দিতে হবে।
  • অনেক দূর থেকে বাচ্চা আসলে স্যালাইন বা গ্লুকোজের ব্যবস্থা রাখতে হবে।