প্রজননের জন্য প্রাপ্ত বয়স্ক পুরুষ ও স্ত্রী মাছ চেনার উপায়

3092

61678138_2343540042524398_5408166378957963264_n
পরিণত পুরুষ ও স্ত্রী মাছ চেনার কিছু উপায় আছে, যা থেকে আমরা প্রজননের জন্য ব্রুড মাছ বাছাই করতে পারি, আজ আলোচনা করব পরিণত বয়সের পুরুষ ও স্ত্রী মাছ চেনার কিছু উপায় নিয়ে।

সাধারণত প্রজননের উপযোগী স্ত্রী মাছের পেট বেশ ফুলে থাকে,
স্ত্রী মাছের তলপেটে ধীরে চাপ দিলে দু-চারটি ডিম বেরিয়ে আসতেও পারে,
মাছটির পায়ুমুখ লালচে দেখা যায় এবং কিছুটা ফুলে গিয়ে একটু বাইরের দিকে বেরিয়ে আসে,
পক্ষান্তরে পুরুষ মাছের তলপেটে অল্প চাপ দিলেই ঘন দুধের মতো সীম্যান তরল বীজ বেরিয়ে আসে।

পুরুষ মাছের কানকোর দুই পাশে পাখনা খসখসে হয়ে থাকে, অন্যদিকে স্ত্রী মাছের কানকোর দু’পাশের পাখনা পিচ্ছিল থাকে। বেশিরভাগ প্রজাতির ক্ষেত্রে স্ত্রী মাছ পুরুষ মাছের চেয়ে দেহের আকারে বড় হয়ে থাকে যেমন- শিং, মাগুর, পাবদা, টেংরা, পাংগাস, সীবাস, কৈ, কার্প জাতীয় মাছ, তবে কিছু ক্ষেত্রে এর ভিন্নতাও লক্ষ্য করা যায়, যেমন- তেলাপিয়া,

এই সমস্ত লক্ষণ ভালো ভাবে মিলিয়ে নিয়ে প্রজননের উপযুক্ত স্ত্রী ও পুরুষ মাছ বেছে নেওয়া উচিত।

ফার্মসএন্ডফার্মার/১৯মার্চ২০