বাকৃবিতে প্রথমবারের মতো দুই দিনব্যাপী কৃষি বিতর্ক উৎসবের উদ্বোধন

447

I4LvTe_1505478757

বাকৃবি থেকে: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুই দিনব্যাপী প্রথমবারের মতো কৃষি বিতর্ক অনুষ্ঠিত হচ্ছে।

বাকৃবির আয়োজনে এবং বাকৃবি ডিবেটিং সংঘের (বাউডিএস) সহযোগিতায় ওই উৎসবের আয়োজন করা হয়।

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের হেলিপেডে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।

এরপর এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালি শেষে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে হিসেবে প্রফেসর ড. মো. আলী আকবর, বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন প্রফেসর ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী।

দেশের কৃষি পাড়ুয়া মোট ১১টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসবে কৃষি বিষয়ের কিছু অমীংমাসিত বিষয় নিয়ে বিভিন্ন ভ্যেনু আয়োজন করা হয়।

শনিবার (১৬ সেপ্টেম্বর) নকআউট পদ্ধতিতে প্রতিযোগিতায় বিজয়ীদের নিয়ে আবারও বিতর্ক অনুষ্ঠিত হবে। একইদিনে সন্ধ্যায় বিজয়ী ও রানার্সআপদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম