বারুইপাড়া ইউনিয়নের ফিয়াক অফিস পরিদর্শন করলেন কৃষি কর্মকর্তারা

533

baruipara up math pic

এসএম জামাল, কুষ্টিয়া থেকে: বারুইপাড়া ইউনিয়নের ফিয়াক অফিস পরিদর্শন ও সিআইজি গ্রুপের রেজিস্টার ও পাশ বই বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে বারুইপাড়া ইউনিয়নর পরিষদে এসব বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) ড. হায়াত মাহমুদ।

বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমানের সভাপতিত্বে এসময় এডিডি (পিপি) কৃষিবিদ বিভাস চন্দ্র সাহা, মিরপুর উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো . শাহজাহান আলি, কৃষি কর্মকর্তা   মো. মাহিরুল ইসলাম, মো. গোলাম হোসেন, প্যানেল চেয়ারম্যান মো. উফান আলি, সংলক্ষিত আসনের মহিলা সদস্য মোছা. বিলকিস আক্তার উপস্থিত ছিলেন।

পরে চাষি পর্যায়ে বীজ উৎপাদন প্রদর্শনী পরিদর্শন করেন কর্মকর্তারা।

Official Company Inauguration in Bangkok

কৃষি ও কৃষকের সম্মান সুউচ্চতায় নিয়ে যাবে

 

 

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম