ভোলাহাটে (চাঁপাইনবাবগঞ্জ) ৪ শ’ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আউশ প্রণোদনার বীজ ও সার বিতরণ

331

[su_slider source=”media: 4174,4175,4176,4177″ title=”no” pages=”no”] [/su_slider]

তুষার কুমার সাহা, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: গত ১৯ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে ৪ শ’ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে আউশ প্রণোদনার বীজ ও সার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম। এ উপলক্ষে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আব্দুল ওয়াদুদ’র সভাপতিত্বে এক আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. লোকমান আলী ও উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মোসা. রেসমাতুল আরস।

প্রধান অতিথি বলেন, আউশের উৎপাদন বৃদ্ধির লক্ষে বর্তমান সরকার সারাদেশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ প্রণোদনা প্রদানের ব্যবস্থা নিয়েছে, এরই অংশ হিসেবে প্রণোদনায় যে বীজ, সার এবং আনুষঙ্গিক বাবদ অর্থ প্রদান করা হলো তা যেনো সঠিকভাবে ব্যবহার হয়। কৃষকদের সাথে আরো আন্তরিক হয়ে কাজ করার জন্য তিনি মাঠ পর্যায়ের উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের অনুরোধ জানান। সভাপতি বলেন, নেরিকা নতুন জাত হলেও উচ্চফলনশীল, এ জাতটির চাষাবাদের কৌশল আউশ ধানের মতোই। একটু যত্ম নিলে ভালো ফলন পাওয়া যাবে। তিনি আরো বলেন, উপজেলার ৪টি ইউনিয়নের ৪ শ’ ৩০ বিঘা উফশী আউশের জন্য ৪ শ’ ৩০জন ও ২০ বিঘা নেরিকা জাতের জন্য ২০ জন মোট ৪ শ’ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক প্রত্যেক কৃষককে ১ বিঘা আউশের জন্য ৫ কেজি বীজ এবং নেরিকা জাতের জন্য প্রত্যেক কৃষক সমপরিমাণ জমির জন্য ১০ কেজি বীজ এবং ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হচ্ছে। এ ছাড়া প্রত্যেক চাষিকে সেচ সহায়তার বাবদ আউশের জন্য ৪ শ’ টাকা এবং নেরিকার জন্য ৮ শ’ টাকা করে ব্যাংক একাউন্টের মাধ্যমে দেয়া হয়েছে।