মাছ ভাসছে, মাছ খাবি খাচ্ছে, সমাধান করবেন যেভাবে

469

মাছ ভাসছে, মাছ খাবি খাচ্ছেঃ

সমস্যা

“”মাছ ভাসছে, মাছ খাবি খাচ্ছে এধরের সমস্যা সম্প্রতি মাছ চাষীদের বেশী সমস্যার কারন হয়ে দাড়িয়েছে বলে পরিলক্ষিত হচ্ছে”””।

পরামর্শ-১ঃ
এধরনের সমস্যা দেকলে যাদের মটর/এরিয়েটর সেট করা আছে তারা সংগে সংগে এগুলি চালিয়ে দিবেন। কমকরে হলেও ২-৩ ঘন্টা পর পর ২-৩ ঘন্টা চালাবেন ৩-৪ দিন।

পরামর্শ -২ঃ
যাদের মটর বা এরিয়েটর নাই তারা অবশ্যই স্যালো মেশিন দ্বারা পুকুরের পানি পুকুরে খুব সকালের দিক ৩-৪ ঘন্টা ৪-৫ দিন ছেচ দেওয়াড ব্যাবস্থা কররুন।

পরামর্শ -৩ঃ
গরমের দিকে এধরনের সমস্যা হলে যদি পুকুরে পানি কম থাকে তাহলে নতুন পানি যোগ করুন। তবে যোগ করার পদ্ধতি মটর বা স্যালো মেশিন হলে ভালো হয়।

পরামর্শ -৪ঃ
এধরনের সমস্যায় চুন প্রয়োগ করতে হবে নিয়ম মেনে।

পরামর্শ -৫ঃ
মাছের ঘনত্ব বেশী হলে কিছুটা ঘনত্ব কমাতে পারেন।

পরামর্শ -৬ঃ
পানির কালার সবুজ করার চেস্টা করুন।

পরামর্শ-৭ঃ
খাবারের পরিমান কমিয়ে দিন, প্রয়োজনে বন্ধ রাখুন।

পরিস্থিতিঃ
অনেক সময় এধরনের পরিস্থিতি দেখে চাষীরা ঘাবড়ে যায়, কিন্তুু কঠিন পরিস্থিতি সহজে মোকাবেলা করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ।

আপনাদের ভাল লাগলে এগুলি অনুসরণ করতে পারেন বাকিটা আল্লাহভরসা।

ফার্মসএন্ডফার্মার/১৩সেপ্টেম্বর২০