মূখীকচুর পাতামােড়ানাে পােকা দমন করবেন যেভাবে

377

মূখীকচুর পাতামােড়ানাে পােকা দমন

লক্ষণঃ
এ পােকা কচুর পাতা মুড়িয়ে ভেতর থেকে খেয়ে ক্ষতি। এটি কচুর ক্ষেত্রে মারাত্বক কোন পােকা নয়।

প্রতিকারঃ

প্রথম অবস্থায় পােকাগুলাে পাতাসহ তুলে নষ্ট করা। সাধারণত রাসায়নিক ব্যবস্থা গ্রহণের প্রয়ােজন হয়না। তবে ব্যাপক আক্রমণ হলে, প্রতি লিটার পানিতে মেটাসিস্টাক্স-২ মিঃলিঃ, সুেভন-১.৫ গ্রাম ব্যবহার করা। (আঠা বা সাবানের গুড়া সহ) কচুর পাতা অত্যন্ত পিচ্ছিল, এজন্য স্প্রে করার সময় পানিতে ছত্রাক নাশকের সাথে ২-৩ গ্রাম গুড়া সাবান মিশিয়ে দিতে হবে।

পরবর্তীতে যা যা করবেন নাঃ

১. এক ক্ষেতে বার বার মূখীকচুর চাষ করবেন না।

পরবর্তীতে যা যা করবেন।
১. পরিচ্ছন্ন চাষাবাদ নিশ্চিত করুন।

ফার্মসএন্ডফার্মার/১৭আগস্ট২০