রংপুরে ফল ব্যবসায়িদের গণশুনানি

318

DSC01142

সেখ জিয়াউর রহমান, রংপুর প্রতিনিধি: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আয়োজিত ফল ব্যবসায়িদের এক গণশুনানি আজ (১৭ এপ্রিল) রংপুরস্থ বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র অতিরিক্ত উপপরিচালক মো. জিয়াউল হক’র সভপতিত্বে এ শুনানিতে আসন্ন ফল মৌসুমকে ঘিরে ফল ব্যবসায়ি ও অন্যান্য স্টেকহোল্ডারদের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষে প্রবন্ধ উপস্থাপন করেন আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ মো. আবু সায়েম। এছাড়া অনুষ্ঠানে কৃষি তথ্য সার্ভিস’র নির্মিত ফলে বিষাক্ত রাসায়নিকের ক্ষতিকর প্রভাবের ওপর ভিডিও ডকুমেন্টরি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফল ব্যবসায়ি সমিতির সভাপতি মো. সাজ্জাদ হোসেন, রংপুর চেম্বার অব কমার্স’র পরিচালনা পর্ষদ’র পরিচালক মো. আকবর হোসেন, স্যানেটারি পরিদর্শক মো. মাহবুবর রহমান। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর’র জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আফসানা পারভীন তাঁর বক্তৃতায় মানুষের ক্ষতি না হয় এমন কোনো বিষাক্ত পদার্থ ফলে না মিশানোর জন্য ফল ব্যবসায়িদের অনুরোধ করেন। এতে বিভিন্ন ধরনের প্রায় ৩০ জন ফল ব্যবসায়ি অংশগ্রহণ করেন।