নাটোরের সিংড়ায় আউশ প্রণোদনা উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী

284

singra.. (2)

মো. শফিকুল ইসলাম, নাটোর প্রতিনিধি: গত ১৬ এপ্রিল নাটোরের সিংড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রধান অতিথি হিসেবে আউশের প্রণোদনা বিতরণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী আলহাজ এ্যাড. মো. জুনাইদ আহমেদ পলক এম.পি.। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক এবং সিংড়া পৌরসভার মেয়র আলহাজ জানাতুল ফেরদৌস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুশফিকুর রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সাজ্জাদ হোসেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমাদের জনসংখ্যা ক্রমাগত বাড়ছে, অপরদিকে কল-কারখানা ও বসতবাড়ি নির্মাণের ফলে আবাদি জমির পরিমাণ আশংকাজনক হারে কমছে। আমাদের ক্রমবর্ধমান বিপুল জনগোষ্ঠির খাদ্য চাহিদা মেটানোর জন্য অল্প জমি থেকে আধুনিক ও উন্নত জাত এবং আধুনিক কৃষি প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ফসলের উৎপাদন বাড়াতে হবে। আমাদের পানির স্তর ক্রমশ নিচে নেমে যাচ্ছে। তাই ফসল উৎপাদনে ভূ গর্ভস্থ পানির ব্যবহার কমাতে হবে । চলতি খরিফ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বর্তমান কৃষি বান্ধব সরকার বিগত বছরের ন্যায় এবারও নাটোর জেলায় আউশের উৎপাদন বৃদ্ধির লক্ষে ৭ উপজেলার মধ্যে সদরে ১০০ জন, নলডাঙ্গায় ১৫০ জন, সিংড়ায় ৪৫০ জন, গুরুদাসপুরে ২০০জন, বড়াইগ্রামে ২০০ জন, লালপুরে ১০০ জন মিলে মোট ১ হাজার ২ শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশের প্রণোদনা প্রদানের কর্মসূচি গ্রহণ করেছে। তিনি প্রণোদনার বীজ ও সার গ্রহণ করে আউশের আবাদ বৃদ্ধির জন্য উপস্থিত সকল কৃষকের প্রতি আহ্বান জানান। এ কর্মসূচির আলোকে সিংড়া উপজেলায় প্রতি কৃষকের মাঝে ১ বিঘা উফশী আউশ আবাদের সহায়তা হিসেবে বি আর-২৬, ব্রি-ধান-৪৮ জাতের ৫ কেজি আউশ ধানের বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি হারে এমপি সার প্রণোদনা হিসেবে প্রদান করা হয়। এ ছাড়াও সেচ প্রদান, আগাছা ব্যবস্থাপনার জন্য প্রত্যেক উফশী আউশ ধান চাষি ৪০০ টাকা পাবেন। এই টাকা বিকাশ মোবাইল একাউন্টের মাধ্যমে প্রদান করা হবে।