রাঙ্গামাটিতে কৃষক, সেবাদানকারি এবং উপকরণ সরবরাহকারিদের মধ্যে সম্পর্ক স্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

372
SAMSUNG CAMERA PICTURES

[su_slider source=”media: 4447,4448,4449″ title=”no” pages=”no”] [/su_slider]

প্রসেনজিৎ মিস্ত্রী, রাঙ্গামাটি থেকে: রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এবং CHTDF-UNDP’র যৌথ কার্যক্রমে পরিচালিত ‘কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প (২য় পর্যায়)’ এর আওতায় কৃষক, সেবাদানকারি, উপকরণ সরবরাহকারিদের মধ্যে সম্পর্ক স্থাপন বিষয়ক দিনব্যাপি এক কর্মশালা গত ২৭ এপ্রিল রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের সদস্য ও কৃষি কমিটির আহ্বায়ক জ্ঞানেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য সাধন মনি চাকমা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ রমনী কান্তি চাকমা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এম সাখাওয়াত হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ আলমগীর, ইউএনডিপি’র জেলা ব্যবস্থাপক ঐশ্বর্য চাকমা। মাস্টার ট্রেইনার সুপর্ণা দেওয়ানের উপস্থাপনায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের জেলা কর্মকর্তা কৃষিবিদ সুকিরণ চাকমা।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, কৃষির সামগ্রিক উন্নয়নে কৃষক, সেবাদানকারি প্রতিষ্ঠান ও উপকরণ সরবরাহকারিদের মধ্যে কার্যকর সমন্বয় ও সুসম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। পার্বত্য অঞ্চলের কৃষির উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। তিনি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদের উন্নয়নে আরো কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় তা চিহ্নিত করার জন্য কর্মশালায় উপস্থিত সংশ্লিষ্ট সকলকে আহবান জানান। কর্মশালায় দলগত আলোচনার মাধ্যমে পার্বত্য অঞ্চলের কৃষি কাজে ও কৃষি পণ্য বাজারজাতকরণে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করা এবং প্রতিবন্ধকতা দূরীকরণে করণীয় বিষয়ে সুপারিশমালা তৈরি করা হয় ও উপস্থাপন করা হয়। সভাপতির বক্তব্যে জ্ঞানেন্দু বিকাশ চাকমা বলেন, কর্মশালায় কৃষি কাজে ও কৃষি পণ্য বাজারজাতকরণে চিহ্নিত প্রতিবন্ধকতাসমূহ উত্তরণে ইতিমধ্যে জেলা পরিষদের উদ্যোগে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি কৃষক, সেবাদানকারি প্রতিষ্ঠান ও উপকরণ সরবরাহকারিদের মধ্যে কার্যকর সমন্বয় ও সুসম্পর্ক স্থাপনে সকলকে আরো আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান। কর্মশালায় রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, এনজিও প্রতিনিধি, কৃষাণ-কৃষাণী, জন প্রতিনিধি, বিভিন্ন কৃষি উপকরণ বিক্রেতাগণসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।