গোদাগাড়ীতে (রাজশাহী) এনএটিপি প্রকল্পের আওতাধীন সিআইজি গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত

287

[su_slider source=”media: 4441,4442,4443″ title=”no” pages=”no”] [/su_slider]

মো. এরশাদ আলী, রাজশাহী প্রতিনিধি: উপজেলা কৃষি অফিসের আয়োজনে এনএটিপি প্রকল্পের আওতাধীন সিআইজি গ্রুপের এক আলোচনা সভা গত ২৮ এপিল রাজশাহীর গোদাগাড়ীস্থ দেওপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। সিআইজি গ্রুপের সভাপতি মো. সামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরীপুর ব্লকের উপসহকারি কৃষি অফিসার অতনু সরকার এবং বিশেষ অতিথি ছিলেন গোদাগাড়ী ব্লকের উপসহকারি কৃষি অফিসার বরেদ্র নাথ তরফদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি সিআইজি গ্রুপের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্যে রাখেন। তিনি সভায় উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং সিআইজি গ্রুপকে কৃষির আধুনিক প্রযুক্তি সুষ্ঠুভাবে ব্যবহার করার জন্য আহবান জানান। বিশেষ অতিথি বলেন, বর্তমান কৃষিবান্ধব সরকার নতুন নতুন প্রযুক্তি এককভাবে কৃষকদের মাঝে না দিয়ে সিআইজি গ্রুপের মাধ্যমে হস্তান্তর করার উদ্যোগ নিয়েছে। এতে সুফল বেশি পাওয়া যাবে। এসব প্রযুক্তি নিষ্ঠার সাথে বাস্তবায়ন করার জন্য তিনি সিআইজি গ্রুপ সদস্যদের প্রতি অনুরোধ জানান। অনুষ্ঠানে সিআইজি গ্রুপের ৩০ জন কৃষক, গণ্যমান্য ব্যক্তি, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা মো. এরশাদ আলীসহ প্রায় ৪০ জন উপস্থিত ছিলেন।