রাঙামাটিতে তরমুজের বাম্পার ফলন

304

তরমুজ

এবার রাঙামাটিতে তরমুজের ব্যাপক ফলন হয়েছে। মৌসুমের শুরুতে বড়, মাঝারি বা ছোট, যেকোনো আকারের তরমুজ টসটসে এবং স্বাদে মিষ্টি ও রসালো ফল পাহাড়ি তরমুজ বাজারে ভরপুর থাকলেও তরমুজের দাম বেশ চড়া। গত বছর শিলাবৃষ্টির কারণে তরমুজের ফলন কম হলেও এ বছর তরমুজের ব্যাপক ফলন হয়েছে পাহাড়ে।

প্রতি বছর রাঙ্গামাটিতে উৎপাদিত তরমুজ স্থানীয় বাজার ছাড়িয়ে বাজারজাত হয়ে যায় ঢাকা, চট্টগ্রামসহ জেলার বাইরে। তরমুজ চাষে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন বহু চাষি ও কৃষক পরিবার। এতে চাষিদের বিপুল অর্থনৈতিক আয়ের পাশাপাশি বিশেষ মুনাফা লাভের সুবিধা পান কৃষকরা।

লংগদু উপজেলা থেকে শহরের বনরূপা সমতাঘাট বাজারে তরমুজ বিক্রি করতে আসা চাষি আমিনুল ইসলাম বলেন,গত বছর শিলাবৃষ্টির কারণে তরমুজ কম ফলন হলেও এ বছর তরমুজের ভালো ফলন হয়েছে এবং তরমুজ বিক্রি করে চাষিরা লাভবানও হচ্ছে। এবার স্থানীয় বাজারে প্রচুর তরমুজের চাহিদা রয়েছে। চাষীরা তাদের প্রাপ্য ন্যায্য দামও পাচ্ছেন।

রাঙ্গামাটি শহরের বনরূপা সমতাঘাট বাজারে পাইকারী তরমুজ ব্যবসায়ী শাহ আলম এবং মো. আলী জানান, এ বছর তরমুজের ফলন ভালো হওয়ায় চাষিদের কাছ থেকে কম দামে তরমুজ ক্রয় করতে পারচ্ছি। ছোট-বড় ও মাঝারি ধরণের তরমুজ পাইকারি দরে ৫০ থেকে ৮০ টাকা দরে ক্রয় করছি। তা খুচরা ব্যবসায়ীদের নিকট ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বিক্রি করে এ বছর তরমুজের ব্যবসায় ভালো লাভবান হওয়া যাচ্ছে বলে তারা জানান।

এদিকে খুচরা ক্রেতা ধর্মরাজ চাকমা ও ভারতী চাকমা জানান, তাদের প্রধান উৎসব বিজুকে কেন্দ্র করে তরমুজের দাম বেশি নেওয়া হচ্ছে। ফলে বিজু উপলক্ষে ধনীরা তরমুজ ক্রয় করতে পারলেও তাদের মত গরীদের তরমুজ ক্রয় করতে কষ্ট হচ্ছে । তারা আরও জানান, এখনও বিজুর উৎসবের আরও ১০ দিন বাকী। এসময় যদি তরমুজের দাম বেশি হয়, তাহলে সামনে বিজু উৎসব উপলক্ষে দাম আরও বাড়বে বলে তারা জানান।

এ বিষয়ে রাঙ্গামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরে উপ-পরিচালক পবন কুমার চাকমা বলেন, প্রতি বছর শুষ্ক মৌসুম শুরুতেই জেলার বিভিন্ন উপজেলায় ২৩০ হেক্টর তরমুজের চাষাবাদ হয়েছে। তবে সবচেয়ে বেশি তরমুজের আবাদ হয়ে থাকে লংগদু উপজেলায়। এছাড়া বরকল, বাঘাইছড়ি, জুরাছড়ি, নানিয়ারচর ও বিলাইছড়ি উপজেলাতেও চাষাবাদ করা হয়।

তিনি আরও বলেন, এ বছর প্রাকৃতিক কোন দুর্যোগ না হওয়ায় তরমুজের ফলন গত বছরের চেয়ে ভালো হয়েছে এবং চাষীও তাদের ন্যায্য দাম পাচ্ছে ও লাভবান হচ্ছে বলে তিনি জানান।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/ মোমিন