সংগঠনকে প্রান্তিক খামারিদের জন্য আরো বেশি কার্যকর করার ঘোষণা দেন ওয়াপসা-বিবি’র সভাপতি শামসুল আরেফীন খালেদ

380

ফার্মস অ্যান্ড ফার্মার২৪.কম ডেস্ক: ওয়ার্ল্ড পোলট্রি সায়েন্স এসোসিয়েশন- BB শাখার বার্ষিক সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠান অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ২০ মে রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ১০টায় ইউনিভেট লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক তায়েবুর রহমান পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

বার্ষিক সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন সংগঠনের বিদায়ী সাধারণ সম্পাদক মো. সিরাজুল হক। এ সময় তিনি বিগত দিনের কর্মকাণ্ড সংক্ষিপ্তভাবে তুলে ধরেন এবং ভবিষ্যতে সংগঠনের জন্য সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

প্রতি বছরের মতো এবারও বিগত দিনের ওয়াপসা-বিবি’র আয়-ব্যয় এবং বাজেট ঘোষণা করেন বিদায়ী কোষাধ্যক্ষ ডা. নজরুল ইসলাম।

ওয়াপসা-বিবি’র সাবেক সভাপতি মসিউর রহমান সংগঠনের কার্যক্রম আরো বেশি বিস্তৃত করা এবং আগামীতে এর মাধ্যমে ওয়ার্ল্ড পোলট্রি কংগ্রেস বাংলাদেশে আয়োজনের ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।

ওয়াপসা-বিবি’র সভাপতি শামসুল আরেফীন খালেদ তাঁর বক্তৃতায় সব সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সংগঠনকে প্রান্তিক খামারিদের জন্য আরো বেশি কার্যকর কিছু করার ঘোষণা প্রদান করেন।

তিনি বলেন, ওয়াপসা-বিবি আগামীতে শিক্ষা এবং গবেষণার ওপর আরো বেশি জোর দিবে।