যথাযোগ্য মর্যাদায় বুধবার (১৭ এপ্রিল) চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করা হয়েছে।
এই উপলক্ষে দুপুর সাড়ে ১২টায় শিক্ষক, কর্মকর্তা, ছাত্রছাত্রী ও কর্মচারীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. জান্নাতারা খাতুন।
শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন ভারপ্রাপ্ত উপাচার্য। এরপর শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও প্রগতিশীল শিক্ষক ফোরাম-এর পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। এর পর ঐতিহাসিক মুজিবনগর দিবসের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. জান্নাতারা খাতুন ও প্রক্টর প্রফেসর গৌতম কুমার দেবনাথ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল আহাদ, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. নুরুল আবছার খান, পোল্ট্রি রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের (পিআরটিসি) পরিচালক প্রফেসর ড. পরিতোষ কুমার বিশ্বাস, ওয়ান হেল্থ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. শারমীন চৌধুরী, রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. মো: কবিরুল ইসলাম খান, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ মেজবাহ উদ্দিন, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন এবং পরিচালক (বহিরাঙ্গণ কার্যক্রম) প্রফেসর ড. এ.কে.এম. সাইফুদ্দীন প্রমুখ।
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন