সিরাজগঞ্জ সদরে চাষি পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় মাঠদিবস অনুষ্ঠিত

394

মো. এমদাদুল হক, সিরাজগঞ্জ থেকে: উপজেলা কৃষি অফিসের আয়োজনে চাষি পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় ব্রি ধান-৫৮’র ওপর এক মাঠদিবস ৮মে সিরাজগঞ্জ সদরের চকচন্ডি গ্রামে অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়েরের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আরশদে আলী ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষিবিদ মো. আব্দুল্লাহ, সিনিয়র হর্টিকালচারিস্ট কৃষিবিদ আবু সাহদত মুহাম্মদ তোয়াব এবং উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রোস্তম আলী।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, বর্তমানে কৃষি ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য রচিত হয়েছে। সরকারের সুপরিকল্পিত পরিকলনা গ্রহণ, সময়োচিত পদক্ষেপ, যথাসময়ে কৃষি প্রণোদনা সহায়তা প্রদান এবং কৃষিক্ষেত্রে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ফলে কৃষিতে এক যুগান্তকারী উন্নয়ন লক্ষ করা যাচ্ছে। কৃষকদেরকে কৃষির আধুনিক কৌশল প্রয়োগের মাধ্যমে অধিক উৎপাদনের আহবান জানান তিনি।

সভাপতি তাঁর বক্তৃতায় বলেন, কৃষকের অক্লান্ত পরিশ্রম এবং কৃষি বিভাগের নিবিড় তদারকিতে দেশ ক্ষুধামুক্ত হয়েছে। দেশ স্বাধীন হওয়াতে আজ আমরা স্বার্থক। তিনি সবাইকে মিলেমিশে কাজ করে দেশকে আরো উন্নয়নের আহবান জানান ।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তা, প্রদর্শনী প্লটের চাষি অন্যদের মধ্যে বক্তব্য রাখেন। এর আগে অতিথিবৃন্দ সরেজমিনে প্রদর্শনী প্লটের নমুনাশস্য কর্তন করেন। পরে প্রধান অতিথি প্রদর্শনী প্লটের চাষিদের মাঝে বীজ সংরক্ষণের বস্তাসহ পলিব্যাগ বিতরণ করেন।