রংপুরে প্রাণিসম্পদ মেলা অনুষ্ঠিত

413

প্রাণিসম্পদ
সেখ জিয়াউর রহমান, রংপুর প্রতিনিধি: নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি-সুস্থ সবল মেধাবী জাতি এ শ্লোগানকে সামনে রেখে প্রাণিসম্পদ সপ্তাহ ২০১৭ উপলক্ষে গত ২৬ ফেব্রুয়ারি রংপুর টাউনহল মাঠে প্রাণিসম্পদ মেলা অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ. এন. আশিকুর রহমান, এমপি। শুরুতেই একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে টাউন হলে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে বেলুন ও ফিতা কেটে মেলা উদ্বোধন করা হয়। এরপর মেলায় অংশ নেয়া স্টল পরিদর্শন শেষে টাউন হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। রংপুরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সুলতানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ছাফিয়া খানম, প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক ডা. মাহবুবুর রহমান, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, আমরা প্রতিদিন খাবার খাই, কিন্তু সে খাবারে আমিষ আছে কী না সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ, আমিষসমৃদ্ধ খাবার না খেলে জাতি মেধাবী হবে না। আর জাতি মেধাবী না হলে দেশও উন্নত হবে না। মেলায় প্রাণিসম্পদ সংশ্লিষ্ট ১৮ টি স্টল অংশ নেয়।