বদলগাছীতে নিরাপদ ফসল উৎপাদন প্রদর্শনী পরিদর্শন

290

Bodalgasi Uao Md Hassan Ali

মো. দেলোয়ার হোসেন, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলা কৃষি অফিসার মো. হাসান আলী গত ২৮ ফেব্রুয়ারি রসুলপুর ব্লকের বোরো ধানের প্রদর্শনীক্ষেত পরিদর্শন করেন। এসময় কৃষকের উদ্দেশ্যে তিনি বলেন, নিরাপদ ফসল ও বীজ উৎপাদনের গুরুত্ব অপরিসীম। তাই কৃষক নিজেই ভালো বীজ উৎপাদন করে ফসল চাষ করতে পারেন সেজন্য চাষিদের মাঝে বীজ উৎপাদন প্রকল্পের আওতায় এ প্রদর্শনী দেয়া হয়েছে। তিনি আরো বলেন, প্রদর্শনীর জন্য কৃষকদের মাঝে বীজ ও বিভিন্ন সার সহায়তা দেয়ার উদ্দেশ্য হলো এলাকায় উন্নতমানের বীজ সম্প্রসারণ করা। বীজক্ষেতের করণীয় সম্পর্কে তিনি বলেন, ভালো বীজ উৎপাদনের জন্য সবসময় আগাছামুক্ত রাখা, সময়মতো রগিং করা, পার্চিং অথবা জৈবিকভাবে পোকামাকড় দমন, সেইসাথে রোগবালাই ব্যবস্থার প্রতি বিশেষ নজর নিতে হবে। এছাড়া বীজ সংগ্রহের পর তা অবশ্যই জীবণমুক্ত করতে হবে।
বীজ উৎপাদন প্রকল্পের আওতায় মো. আশরাফুল ইসলামের ৩ বিঘার এ প্রদর্শনীটিতে গত ১৬ ডিসেম্বর ব্রিধান-২৮ জাতের ধান রোপণ করা হয়। পরিদর্শনকালে সংশ্লিষ্ট ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তা মো. আমজাদ হোসেন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।