[su_slider source=”media: 4351,4352,4353,4354,4355,4356″ title=”no” pages=”no”] [/su_slider]
মো. এমদাদুল হক, কুষ্টিয়া প্রতিনিধি: উপজেলা কৃষি অফিসের আয়োজনে সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট প্রকল্পের এক কৃষক মাঠদিবস গত ২৫ এপ্রিল কুষ্টিয়াস্থ ভেড়ামারার জগশ্বর মালিথাপাড়া আইএফএমসি মাঠস্কুলে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আব্দুল মজিদের সভাপতিত্বে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো. খুরশিদ আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষিবিদ বিভাস চন্দ্র সাহা, যশোহর অঞ্চলের আইএফএমসি প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মো. শামসুল হক, প্রকল্পের মাস্টার ট্রেনার মো. মোস্তাফিজুর রহমান এবং জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত আলী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সরকার প্রতিনিয়ত কৃষির উন্নয়নের জন্য নতুন নতুন প্রকল্প গ্রহণ করছে। কৃষকের জীবনমান উন্নয়নের জন্য সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট প্রকল্পের আওতায় প্রশিক্ষণসহ নানাবিধ কৃষি উপকরণ কৃষকদের মধ্যে প্রণোদনা হিসাবে প্রদান করা হচ্ছে। তিনি উপস্থিত সকল কৃষাণ- কিষাণীকে তাদের মাঠদিবসের প্রাপ্তি কাজে লাগিয়ে কৃষির উৎপাদন বৃদ্ধি করে আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে আহ্বান জানান। উপজেলা কৃষি অফিসার কৃষকের আর্থসামাজিক অগ্রগতির লক্ষে কৃষিতে লাগসই প্রযুক্তি প্রয়োগ করে নিজেদের লাভবানের পাশাপাশি রাষ্ট্রীয় উন্নয়নে ভূমিকা রাখার প্রতি গুরুত্বারোপ করেন। মাঠদিবস চত্বরে আগত সকল দর্শনার্থীদের প্রদর্শনের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকরা তাদের সমন্বিত ধান চাষ, মৎস্য চাষ, হাঁস-মুরগি পালন, গবাদিপ্রাণি পালনসহ কৃষি পরিবেশ সম্পর্কিত ৮টি বুথের মাধ্যেমে নানা প্রযুক্তি উপস্থাপন করেন। অনুষ্ঠানে ৪ শতাধিক কৃষাণ- কৃষাণী উপস্থিত ছিলেন। পরে বুথ উপস্থাপনের মান অনুযায়ি চাষিদের পুরস্কার প্রদান করা হয়।