গরুকে বীজ দেওয়ার পূর্বে খামারিদের যা জানা জরুরী

451

গরুকে বীজ দেওয়ার পূর্বে খামারিদের কিছু করণীয় থাকে যা যথাযথভাবে সম্পন্ন না করলে খামারি ক্ষতির সম্মুখীনে পড়তে পারেন। তাই আসুন জেনে নেই বীজ দেয়ার পূর্বে একজন খামারির যা জানা জরুরী-
একজন আদর্শ AI বা বীজ কর্মী যা যা করবেন বীজ দেওয়ার পূর্বে, তা হচ্ছে-

১. গাভী হিটে আছে কিনা, জরায়ুতে সমস্যা আছে কিনা সেটা রেক্টাল পালপেশন করে দেখবেন। এবং কোন সময়ে বীজ দেওয়া যায় বা উত্তম সেটাও বলবেন।
২. সিমেন বা স্ট্রো নাইট্রোজেন ক্যান (যেখানে সিমেনটা জমা করে রাখা হয়) থেকে বের করবে।
৩. সিমেনটা বের করার পর কুসুম গরম পানি (যার তাপমাত্রা ৩৭/৩৮ ডিগ্রি সেলসিয়াস) তে ১০-১৫ সেকেন্ত রাখবে। ( আপনি নিজেই গরম পানি এনে দিবেন)

৪. সিমেনটা পানির পাত্র থেকে উঠিয়ে টিস্যু দিয়ে মুছতে হবে।
৫. সিমেনটা AI গানে সেট করবে।
৬. তারপর জরায়ুতে AI গানটা ডুকাবে এবং বীজ দিবে
গাভীকে গোসল করাবেন বীজ দেওয়ার পর। ( খামারীরা করবেন)

ফার্মসএন্ডফার্মার/২৭অক্টোবর২০