গরুর জন্য আতঙ্কের নাম বোভাইন এফিমেরাল ফিভার

522

download

আতঙ্কের নাম বোভাইন এফিমেরাল ফিভার। গরুর মারাত্মক রোগগুলোর মধ্যে বোভাইন এফিমেরাল ফিভার অন্যতম। এটি গবাদিপশুর ভাইরাসজনিত একটি রোগ। এই রোগ গরু, মহিষসহ গৃহপালিত প্রাণীদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। নিচে গবাদিপশুর এই রোগের বিস্তারিত আলোচনা করা হল-

বোভাইন এফিমেরাল ফিভার রোগের কারণঃ

এই রোগ সাধারণত ভাইরাসের মাধ্যমে সংক্রামিত হয়ে থাকে। Rhabdoviridae (রেহাবোভিরিদিয়ে ভাইরাসের একটি পরিবার) গোএভুক্ত Vesiculovirus (ভেসিকুলার স্টোমাইটিস ভাইরাস)।

রোগের লক্ষণঃ

১। গবাদিপশুর এই রোগে আক্রান্ত হলে নাক, মুখ ও চোখ দিয়ে তরল পদার্থ বের হতে থাকে।

২। এই রোগে গবাদিপশু আক্রান্ত হলে পশুর কাঁপুনিসহ জ্বর ও ক্ষুধামন্দা দেখা দেয়।

৩। গবাদিপশুর শরীরের বিভিন্ন স্থানে ব্যাথার সৃষ্টি হয়, এর ফলে পশু অনেক সময় খুরিয়ে খুরিয়ে হাটে।

রোগের চিকিৎসাঃ

বোভাইন এফিমেরাল ফিভার রোগটি ভাইরাসের কারণে হয়ে থাকে। এর কারণেই এই রোগের উল্লেখযোগ্য কোন চিকিৎসা নেই বললেই চলে। তবে এই রোগের অধিক বিস্তার ঠেকাতে জীবাণু রোধকারী ইনজেকশন দেওয়া যেতে পারে।

আর গবাদিপশুর শরীরের ব্যাথা নিরাময়ের জন্য ব্যাথা কমানো ইনজেকশন দেওয়া যেতে পারে। গবাদিপশুর জ্বর কমানোর জন্য মাথায় পানি ঢেলে দিতে হবে। গবাদিপশুকে যথাসম্ভব ছায়াযুক্ত স্থানে গবাদিপশুকে রাখতে হবে।

ফার্মসএন্ডফার্মার/১২মার্চ২০