টানা ৮ দিন বন্যার পানির নিচে থেকেও নষ্ট হয়নি যে জাতের ধান

396

ছবি দুটো নেত্রকোনার বারহাট্টা উপজেলার। প্রথম ছবিটি বন্যা কবলিত ধানের মাঠের। সব ধান গাছই এ ছবিতে পানির নিচে। কেবল একটি সাইনবোর্ড দেখা যাচ্ছে। পরের ছবিটি একই মাঠের ছবি। প্রায় আটদিন পর বন্যার পানি নেমে যাওয়ার পর ছবিটি তোলা হয়েছে। টানা আটদিন পানিতে ডুবে থাকার পরও জমির ধানগাছগুলো কিন্তু নষ্ট হয়নি। এটি ব্রি উদ্ভাাবিত ব্রি ধান ৫২ জাতের ধানগাছ।

ব্রির তথ্য মতে বীজতলা বা চারা লাগানোর এক সপ্তাহ পর ১২-১৪ দিন এ জাতটি পানির নিচে ডুবে থাকলে চারা মরে না, ফলে ফসল নষ্ট হয় না। যে কৃষক এ ধানটি চাষ করেছেন তিনি শুরুতে এ ধান যে বন্যার পানির নিচে কয়েকদিন বেঁচে থাকতে পারে তা বিশ্বাস করেননি। এখন দেখে বলছেন এমন ধানই তার এলাকায় দরকার। ছবি দুটো তুলেছেন বারহাট্টার উপজেলার কৃষি অফিসার মোহাইমিনুর রশীদ এবং কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ওবায়দুল ইসলাম খান।

সূত্র: সোনালি কৃষি

ফার্মসএন্ডফার্মার/১০অক্টোবর২০