ভারতের ত্রিপুরায় ধরা পড়লো বিরল প্রজাতির মাছ

324

mas-bg20170828111443

ত্রিপুরার দক্ষিণ জেলার ভারতচন্দ্রনগর ব্লকের অন্তর্গত চিত্তামারা পঞ্চায়েতের বাসিন্দা জওহর লাল দাসের জালে উঠলো বিরল প্রজাতির একটি মাছ।

২৭ আগস্ট রাতে জওহর লাল জানান প্রতিদিনের মতো ত্রিপুরা থেকে বাংলাদেশে প্রবাহিত মুহুরী নদীর শাখা মনু নদীতে মাছ ধরতে যান। হঠাৎ করে তার জালে একটি বিরল প্রজাতির মাছ উঠে আসে।

মাছটির রঙ হাল্কা কালো। এটির সারা শরীরে কাঁটা ভর্তি, ওজন প্রায় সাড়ে চারশ থেকে ৫শ’ গ্রাম।

এ বিষয়ে এলাকার জেলেরা বাংলানিউজকে জানায়, দীর্ঘদিন ধরে তারা ওই নদীতে মাছ ধরেন। কিন্তু এ প্রজাতির মাছ আগে কখনো দেখেননি তারা।

পরের দিন সকাল থেকে বিরল প্রজাতির একটি মাছটিকে এক নজর দেখতে উৎসুক মানুষ জওহর লালের বাড়িতে ভিড় জমাচ্ছেন। তবে এ ধরনের মাছ আগে কখনো দেখেননি বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম