নদীর পাড়ে ম্যানগ্রোভ বৃক্ষের চারা রোপন

581

Khulna-pic--3-(10-December,

শেখ হেদায়েতুল্লাহ, খুলনা প্রতিনিধি: উপকূলীয় বাঁধ রক্ষা, কৃত্রিম বনায়ন, ম্যানগ্রোভ ফরেস্ট’র আয়তন বৃদ্ধির লক্ষ্যে সুন্দরবনের ঢাংমারী নদীর পাড়ে রোববার বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ বৃক্ষের চারা রোপন করা হয়েছে।

কেরিয়ান গ্রিন ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারি সংস্থা বেডস কোরিয়ান উরি ব্যাংগের আর্থিক সহায়তায় এ বৃক্ষ রোপন কার্যক্রম পরিচালনা করছে।

রোববার ইকোভিলেজ প্রকল্পের আওতায় সুন্দরবন সংলগ্ন নদীর পাড়ের তিনটি গ্রামে প্রায় ৫ শতাধিক সুন্দরী, উড়া, কেওড়া, বাইন ও কাকড়া গাছের চারা রোপন করা হয়।

এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কোরিয়ান গ্রীণ ফাউন্ডেশনের প্রতিনিদি সু জ্যাং ক্যাং, এম এস চোইই, স্কুল শিক্ষক রজত শুভ্র গাইন, হিমাংশু বিশ্বাস, ইসরাফিল বয়াতি, বিশ্বজিত গাইন, বেডস এর ইকো ভিলেজ প্রকল্প ব্যবস্থাপক ফেরদৌসী শারমিন, সৌমিত্র চক্রবর্তী, জাহানারা মনি, মাঠ কর্মী প্রশান্ত দেব প্রমূখ। বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেন, পরিবেশ গবেষক লেখক সাংবাদিক গৌরাঙ্গ নন্দী।

বেডস্ এর ইকো ভিলেজ প্রল্প ব্যবস্থাপক সৌমেন চক্রবর্তী জানান, ২০১৫ সালের জুন মাসে উপকূলীয় অঞ্চল রক্ষা ও উপকূলীয় বাঁধ রক্ষা, কৃত্রিম বনায়ন, ম্যানগ্রোভ ফরেস্ট’র আয়তন বৃদ্ধির লক্ষ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হচে।ছ। ইতোমেধ্যে সুন্দরবন সংলগ্ন এলাকায় প্রায় ৬০ হাজার ম্যানগ্রোভ বৃক্ষের চারা রোপন করা হয়েছে।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন