পেয়ারার সাদা মাছি পোকা আক্রমণের লক্ষণ ও প্রতিকার ব্যবস্থা

722

বর্তমানে পেয়ারার কদর বাড়ছে। পুষ্টিকর এবং সুস্বাদু এই ফলের ব্যাপক চাষ হচ্ছে। বানিজ্যিক ভাবে হয়েছে অনেক বাগান। প্রতিনিয়তই এর পরিধী বাড়ছে। নিজের প্রয়োজনে মানুষ এখন বাড়ির আঙিন, উঠান এবং ছাদে পেয়ারার গাছ লাগাচ্ছে।
পেয়ারার কিছু রোগবালাই এর মধ্যে সাদা মাছি পোকা অন্যতম।

পোকা আক্রমণের লক্ষণঃ

এরা পাতার রস চুষে খায় ফলে গাছ দুর্বল হয়ে পড়ে।
পাতায় অসংখ্য সাদা বা হলদেটে দাগ হয় ।
সাদা তুলার মত বস্তু ও সাদা পাখাযুক্ত মাছি দেখা যায়।

পোকার সমন্বিত ব্যবস্থাপনাঃ

আক্রমণের পূর্বে করণীয়ঃ নিয়মিত বাগান পরিদর্শন করুন

আক্রমণের পর করণীয়ঃ

১. সাদা আঠাযুক্ত বোর্ড স্থাপন বা আলোর ফাঁদ ব্যবহার করা।
২. আক্রান্ত পাতা তুলে ধ্বংস করা।
৩. ৫০ গ্রাম সাবানের গুড়া ১০ লিটার পানিতে গুলে পাতার নিচে সপ্তাহে ২/৩ বার ভাল করে স্প্রে করা। সাথে ৫ কৌটা গুল (তামাক গুড়া) পানিতে মিশিয়ে দিলে ফল ভাল পাওয়া যায়।
৪. সর্বশেষ ব্যবস্থা হিসাবে অনুমোদিত বালাইনাশক ব্যবহার করা। যেমন এডমায়ার ০.৫ মিলি বা ০.২৫ মিলি ইমিটাফ বা ২ মিলি টাফগর/রগর/সানগর প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা।

তথ্যসূত্রঃ কৃষকের জানালা

ফার্মসএন্ডফার্মার/১৩অক্টোবর২০