বয়স ও রোগ অনুযায়ী লেয়ার মুরগির টিকা প্রদান ও সতর্কতা

603

টিকা প্রদান কর্মসূচি অনুসারে বিভিন্ন রোগের টিকা প্রদান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয় এবং সংক্রামক রোগ হতে মুরগিকে রক্ষা করা যায়। টিকাদান ফলপ্রসূ হলে রোগের প্রাদুর্ভাব খুব কম হবে এবং মৃত্যুর হার সহনীয় পর্যায় রাখা যাবে। আসুন জেনে নেয়া যাক বয়স ও রোগ অনুযায়ী লেয়ার মুরগির টিকা প্রদানের পদ্ধতি ও সতর্কতা সম্পর্কে-

বয়স রোগের নাম ভ্যাকসিনের নাম টিকা প্রদানের পদ্ধতি

১ দিন মারেক্স রোগ মারেক্স ভ্যাকসিন চামড়ার নীচে ইজেকশন
২ দিন গামবোরো রোগ গামবোরো ভ্যাকসিন (লাইভ) চোখে ফোঁটা (প্যারেন্ট মুরগির টিকা প্রদান করা না থাকলে
৩-৫ দিন রানীক্ষেত রোগ বি, সি, আর, ডি, ভি দুই চোখে ফোঁটা (প্যারেন্ট মুরগির টিকা প্রদান করা থাকলে ৭ থেকে ১০ দিন বয়সে)

৭ দিন ইনফেকসাস ব্রংকাইটিস আই, বি, চোখে ফোঁটা
১০-১৪ দিন গামবোরো রোগ গামবোরো ভ্যাকসিন এক চোখে ফোঁটা
২১-২৪ দিন রানীক্ষেত রোগ বি, সি, আর, ডি, ভি দুই চোখে ফোঁটা
২৪-২৮ দিন গামবোরো রোগ গামবোরো ভ্যাকসিন এক চোখে ফোঁটা
৩০ দিন ইনফেকসাস ব্রংকাইটিস আই, বি, চোখে ফোঁটা
৩৫ দিন মুরগি বসন্ত ফাউল পক্স ভ্যাকসিন চামড়ার নীচে সুঁই ফুঁটিয়ে
৫০ দিন কৃমি কৃমির ঔষধ খাদ্য অথবা পানির সাথে
৬০ দিন রানীক্ষেত রোগ আর, ডি, ভি চামড়ার নীচে বা মাংসে ইনজেকশন
৭০ দিন ইনফেকসাস ব্রংকাইটিস আই, বি চোখে ফোঁটা বা পানির সাথে
৮০-৮৫ দিন কলেরা ফাউল কলেরা ভ্যাকসিন চামড়ার নীচে বা মাংসে ইনজেকশন
৯০-৯৫ দিন ইনফেকসাস করাইজা আই, করাইজা ভ্যাকসিন চামড়ার নীচে বা মাংসে ইনজেকশন
১১০-১১৫ দিন কলেরা ফাউল কলেরা ভ্যাকসিন চামড়ার নীচে বা মাংসে ইনজেকশন
১৩০-১৩৫ দিন ইনফেকসাস ব্রংকাইটিস, রানীক্ষেত, এগড্রপসিনড্রম,সমন্বিত টিকা – চামড়ার নীচে বা মাংসে ইনজেকশ
১৩০-১৩৫ দিন কৃমি কৃমির ঔষধ খাদ্য অথবা পানির সাথে

সতর্কতাঃ
তবে খেয়াল রাখতে হবে প্রয়োজনবোধে খাদ্যের সাথে ৬ সপ্তাহ বয়স পর্যন্ত ককসিডিওসিস রোগ প্রতিরোধের জন্য ককসিডিওস্ট্যাট ব্যবহার করতে হবে। ৫০ দিন বয়সে কৃমির ঔষধ পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে। ১৩০ থেকে ১৩৫ দিন বয়সে ঐ ঔষধ পুনরায় খাওয়াতে হবে। তবে এই তালিকা সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়। রোগের প্রার্দুভাবের ইতিহাস, টিকার প্রাপ্যতা ও স্থানীয় পরিবেশ পরিস্থিতির উপর নিজ নিজ খামারের জন্য নিজস্ব তালিকা প্রস্তত করতে হবে। টিকা সবসময় প্রস্ততকারীর নির্দেশমত ব্যবহার করতে হবে। সকল প্রকার টিকা ও ঔষধ প্রয়োগের পূর্বে পোল্ট্রি বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

ফার্মসএন্ডফার্মার/ ০৫ আগস্ট ২০২১