ভূমি, খরা ব্যবস্থাপনা বিষয়ে ব্যাপক আলোচনা

765

খরা

ইউনাইটেড নেশন্স কনভেনশন টু কম্বেট ডেজার্টিফিকেশন (ইউএনসিসিডি)’র ১৪তম কনফারেন্স অব পার্টিজ (সিওপি১৪)-এ ভূমি ও খরা ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

সরকারি সূত্র জানায়, ইউএনসিসিডিসিওপি-১৪ এর দিবস-৩ এ কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে, বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত কমিটির বৈঠক। এতে খরার বিষয়ে কৌশলগত লক্ষ্যের মূল কাঠামো মনিটরিংয়ের ওপর আলোচনা হয়।

বৃহত্তর নদীয়ার ইন্ডিয়া এক্সপো সেন্টার এন্ড মার্ট-এ সোমবার ‘ইনভেস্টিং ইনল্যান্ড, আনলকিং অপরচ্যুনিটিজ’ শীর্ষক সিওপি১৪-এর ১৪তম অধিবেশন সোমবার শুরু হয়েছে।
বিশ্বের ১৯৭টি দেশের একশ’ জন মন্ত্রী ও তিন হাজার প্রতিনিধিসহ প্রায় সাত হাজার দুইশ’ ব্যক্তি এই বিশাল অনুষ্ঠানে অংশ নেবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ৯ সেপ্টেম্বর এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে জাতিসংঘের উপ-মহাসচিব আমিনী মোহাম্মদ অংশগ্রহণ করবেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিনের নেতৃত্বে ছয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল এই সম্মেলনে যোগ দিবেন।

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ