যেভাবে মাঁচায় মুরগি পালন করে লাভবান হবেন

643

maxresdefaultমাঁচায় মুরগি পালন একটি ব্যয় বহুল কাজ যা স্বল্প পুজিতে করা অসম্ভব। অবশ্য মাঁচায় মুরগী পালন করলে রোগ বালাই হাত থেকে অনেকটা রেহাই পাওয়া যায়। সর্বোচ্চ মাত্রায় পর্যবেক্ষণের মাধ্যমে কম জায়গায় কম খরচে অধিক উংপাদন নিশ্চিতকরণের জন্য এ সময়ের জনপ্রিয় হচ্ছে মাঁচায় মুরগী পালন।

১) যে সব এলাকায় বৃষ্টির পানি জমে বা মাটি অধিক আদ্র থাকে সেই সব এলাকাতে মাঁচা পদ্ধতিতে মুরগি পালন করা উচিৎ।

২) বাঁশ বা কাঠ দিয়ে সহজেই মাঁচা তৈরি করা যায়।

৩) মাঁচার বাঁশ বা কাঠের বাতা ১ ইঞ্চি ১-২ সেঃ মিঃ করে ফাকা রাখা হয় যাতে মুরগির বিষ্টা সহজেই নিচে পড়ে যেতে পারে।

৪) মাঁচার উচ্চতা মাটি থেকে ২.৫-৩.০ ফুট হতে হবে যাতে করে মাঁচার নীচ দিয়ে বাতাস প্রবাহিত হয়ে মুরগির বিষ্টা শুকাতে পারে।

৫) মাঁচা পদ্ধতিতে উলম্ব এবং আড়াআড়ি বাতাস প্রবাহের কারনে ঘরে স্বাস্থ্য সম্মত পরিবেশ বজায় থাকে এবং মুরগি আরাম বোধ করে।

৬) মাঁচা পদ্ধতিতে লিটার দ্রব্যের দরকার হয় না এবং রোগ ব্যাধিও কম হয়।

৭) মাঁচা সপ্তাহে অন্তত একবার পরিষ্কার করে জীবানুনাশক দিয়ে মুছে দিতে হবে।

৮) মাঁচায় ময়লা কোন আধা ধারালো জিনিশ দিয়ে চেঁছে ফেলে দিতে হবে।

৯) মাঁচার নিচে মেঝে পাকা করা উচিৎ, এতে লিটার সরানো সুবিধাজনক এবং পোকা কম হয়।

১০) মাঁচা পদ্ধতিতে মুরগি পালনের ক্ষেত্রে মাঁচার নীচের বর্জ্য পদার্থ নিয়মিত পরিষ্কার করতে হবে এবং চুন ছিটিয়ে দিয়ে মাটি জীবানুমুক্ত করতে হবে।

১১) ৫০০ মুরগি পালনের জন্য উপযোগী ঘরের মাঁচার নীচে ৩০-৩৫ কেজি চুন ছিটিয়ে জীবাণুমুক্ত করতে হবে।

ফার্মসএন্ডফার্মার/২৯জানু২০২০