রংপুরে চাষি পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও পেঁয়াজ বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণের ওপর আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

301

[su_slider source=”media: 3988,3989,3990″ title=”no” pages=”no”] [/su_slider]

সেখ জিয়াউর রহমান, রংপুর প্রতিনিধি: চাষি পর্যায়ে উন্নতমানের ডাল, তেল, ও পেঁয়াজ বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (২য় পর্যায়ে ১ম সংশোধন) প্রকল্পের এক আঞ্চলিক কর্মশালা গত ৯ এপ্রিল রংপুর নগরীর খামারবাড়িস্থ ডিএই সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), গাইবান্ধার উপপরিচালক আ.কা.ম. রুহুল আমিন’র সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. নজরুল ইসলাম । প্রকল্প পরিচালক মুক্ত আলোচনায় প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে উপপরিচালকদের সাথে এ অঞ্চলের শস্য পর্যায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি, বীজ প্রত্যয়ন এজেন্সি, কৃষি গবেষণা ইনস্টিটিউট, কৃষি তথ্য সার্ভিস, বিনাসহ কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।