রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে ধানে লোকসান, বাড়ছে ফলবাগান

540

dsc_0009-e1479487966825

এম. ওবাইদুল্লাহ, রাজশাহী প্রতিনিধি: ধানসহ অন্যান্য খাদ্যশস্য উৎপাদন খরচ বাড়ছে প্রতি বছরই। এর বিপরীতে উৎপাদিত ফসলের দাম পাচ্ছেন না বরেন্দ্র খ্যাত রাজশাহী অঞ্চলের কৃষক। এর ফলে দিন দিন ভারি হচ্ছে লোকসানের পাল্লা। এ অবস্থায় ফল বাণিজ্যিক ফল বাগানে ঝুঁকছে কৃষক। লাভ বেশি হওয়ায় দিন দিন বাড়ছে এর পরিধি।

কৃষক বলছেন, কৃষিভিত্তিক বরেন্দ্রের অধিকাংশ এলাকায় চাষ হয় ধান। একদিকে ধানের উৎপাদন বাড়ছে, অন্যদিকে কমছে দাম। এতে বাধ্য হয়ে বিকল্প পথে হাঁটছে কৃষক। এখন বরেন্দ্রের বিরাট একটি অংশ চলে এসেছে পেয়ারা, কুল, আম ও লিচু বাগানের আওতায়। তবে তিন ফসলি জমিতে এসব বাণিজ্যিক ফল বাগান গড়ে উঠায় কমছে ধান চাষের জমি। এছাড়াও জমি চলে যাচ্ছে রাস্তা, ইটভাটা, চাতাল, পুকুর খনন ও বসতবাড়ি নির্মাণ সহ নানা কাজে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের দেয়া তথ্য মতে, ২০১০ সালে রাজশাহীতে চাষযোগ্য জমির পরিমাণ ছিল ২ লাখ ২ হাজার ৮০৩ হেক্টর। ২০১৪ সালে কমে গিয়ে দাঁড়ায় ১ লাখ ৮০ হাজার ৯১১ হেক্টরে। এরই মধ্যে আমবাগান তৈরিতেই চলে গেছে ১৬ হাজার ৫৮৩ হেক্টর জমি। এছাড়া ১ হাজার ২৩৯ হেক্টর জমিতে পেয়ারা চাষ হচ্ছে। নানা জাতের কুল ও কলা চাষও বেড়েছে ব্যাপকভাবে।

কৃষি দফতর আরো জানায়, ২০১০ সালে রাজশাহীতে ধান চাষ হয় ২ লাখ ২ হাজার ৮০৩ হেক্টর জমিতে। সে বছর উৎপাদন ছিলো ৬ লাখ ৭২ হাজার ৩ ৩৭ মেট্রিকটন। ২০১২-২০১৩ অর্থ বছরে কমে গিয়ে উৎপাদন দাঁড়ায় ৫ লাখ ৯৮ হাজার ৪৩৫ মেট্রিক টন। ওই বছর ধান চাষ হয় ১ লাখ ৮০ হাজার ৩০৮ হেক্টর জমিতে। পরের বছর গুলোতেও কমেছে ধানচাষের জমি। উচ্চ ফলনশীল জাত চাষ করায় উৎপাদন লক্ষ্যমাত্রার ততটা হেরফের হয়নি। এর পরবর্তী বছরগুলোতে ধানচাষ আরো কমেছে। এসব তথ্য হালনাগাদের প্রক্রিয়ায় রয়েছে সংশ্লিষ্ট কৃষি দফতর।

এ বিষয়ে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক দেব দুলাল ঢালি জানান, ফল বাগানে কৃষি মজুর লাগে তুলনামূলকভাবে কম। উল্টো আয় হয় কয়েকগুণ বেশি। এর ফলে ধান ও অন্যান্য শস্য চাষ ছেড়ে বাণিজ্যিক ফল বাগানে ঝুঁকে পড়েছেন এ অঞ্চলের চাষি। এ অঞ্চলে সবচেয়ে বেশি চাষ হচ্ছে আম। বর্তমানে বিভিন্ন এলাকায় থাই পেয়ারার নতুন নতুন বাণিজ্যিক বাগান হচ্ছে। কমবেশি অন্যান্য ফলেরও বাগান হচ্ছে।

তিনি আরো বলেন, কৃষকদের বাণিজ্যিক বাগানের জন্য এক ফসলি, অকৃষি অথবা পতিত জমি বেছে নেয়া দরকার। কিন্তু বর্তমানে এমন জমি কমে যাওয়ায় তিন ফসলি জমিতে একেরপর এক বাণিজ্যিক বাগান সৃজন হচ্ছে। এতে খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা কমছে। এ প্রক্রিয়া চলতে থাকলে অদূর ভবিষ্যতে মারাত্মক খাদ্য সংকটে পড়তে হবে বলেও উল্লেখ করেন তিনি।