লকডাউনে পোলট্রি পণ্য পরিবহন ও সরবরাহ করবেন যেভাবে

1660

চলমান লকডাউন পরিস্থিতিতে পোলট্রি পণ্য যেমন- ডিম, মুরগি, একদিন বয়সী মুরগির বাচ্চা, ফিড, ফিড তৈরিতে ব্যবহৃত কাঁচামাল, প্রসেসড ও ফারদার প্রসেসড ইত্যাদি পরিবহন ও সরবরাহে যেসব উপায় অবলম্বন করবেন:

ডিম, মুরগি, একদিন বয়সী মুরগির বাচ্চা, ফিড, ফিড তৈরিতে ব্যবহৃত কাঁচামাল, প্রসেসড ও ফারদার প্রসেসড পোল্ট্রি প্রোডাক্টস, ইত্যাদি পরিবহনকারি যানবাহনের সামনে “জরুরি খাদ্য পরিবহনের কাজে নিয়োজিত” অথবা “জরুরি খাদ্য ও পোল্ট্রি পণ্য পরিবহনের কাজে নিয়োজিত” ব্যানার লাগানোর ব্যবস্থা করুন।

ব্যানার তৈরি করা সম্ভব না হলে এ ধরনের বার্তা সম্বলিত দৃশ্যমান লেখা গাড়ির একাধিক স্থানে/চতুর্দিকে লাগানোর ব্যবস্থা করুন।
‘মন্ত্রি পরিষদ বিভাগ’ এবং ‘মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়’ কর্তৃক ইস্যুকৃত সার্কুলারের কপি গাড়িতে রাখুন।
সেই সাথে প্রাণিসম্পদ অধিদপ্তরের কন্ট্রোল রুমের ফোন নম্বরগুলো সঙ্গে রাখুন।

মাল ডেলিভারি শেষে ফিরে যাওয়ার পথে ঝামেলা এড়াতে, গাড়িগুলো যে পোল্ট্রি পণ্য সরবরাহের কাজে নিয়োজিত- এমন ডকুমেন্ট গাড়ির ড্রাইভারের কাছে সরবরাহ করুন।

অফিসে যোগদানকারি কর্মকর্তা-কর্মচারিগণ ডিএমপি’র ‘মুভমেন্ট অ্যাপস’ থেকে মুভমেন্ট পাস অবশ্যই সংগ্রহ করুন।
পোল্ট্রি শিল্প সংশ্লিষ্টদের সহায়তার জন্য বিপিআইসিসি’র সেবা কার্যক্রম চালু রয়েছে।

উৎপাদন, পরিবহন কিংবা বিপননে জটিলতার সম্মুখীন হলে নিম্নলিখিত ইমেইল নম্বরে বা হোয়াটস অ্যাপ নম্বরে বিস্তারিত লিখে পাঠান।

হোয়াটস অ্যাপ: 01911316978 Email: [email protected], [email protected]

সচেতনতায় : বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)।

ফার্মসএন্ডফার্মার/ ১৭ এপ্রিল ২০২১