সফেদার মিলিবাগ বা ছাতরা পোকা রোগ দমন করবেন যেভাবে

583

সফেদা খুব মিষ্টি, পুষ্টিকর ও সুস্বাদু একটি ফল। বর্তমানে পৃথিবীর উষ্ণ অঞ্চলের সর্বএই সফেদা চাষ হতে দেখা যায়। যেসব অঞ্চলে উষ্ণ ও আর্দ্র বায়ুযুক্ত, বছরে ১২৫-২৫০ সে.মি. বৃষ্টিপাত হয় সেসব অঞ্চলে সফেদা ভাল হয়। কিন্তু সফেদার একটি মারাত্মক রোগ হচ্ছে মিলিবাগ বা ছাতরা পোকা। এই রোগের কারনে সফেদা গাছ ও ফল কোনটাই ঠিকমত বেড়ে উঠতে পারে না।

তাহলে চলুন আমরা প্রথমে জেনে নেই সফেদার মিলিবাগ বা ছাতরা পোকা রোগের লক্ষন:

গাছের পাতা ও ডালের রস চুষে নেয় ফলে গাছ দুর্বল হয়ে পড়ে, পাতা ফ্যাকাসে হয়ে যায়,আক্রান্ত বেশি হলে পাতা ও ফল ঝরে যায়, নতুন ফুল আসে না।

ফলের খোসার উপর থেকে এরা দলবদ্ধ রস চুষে নেয়।

অনেক সময় পাতায় শুটি মোল্ড রোগের আক্রমণ হয়। পাতা ও ডালে সাদা তুলার মত দাগ দেখা যায়। পাতার নিচে সাদা তুলার মত পোকা দেখা যায়। টিপ দিলে হলুদ পানির মত বের হয়ে আসে।

মিলিবাগ বা ছাতরা পোকা থেকে রক্ষা পেতে করণীয়:
আক্রান্ত পাতা ও ডগা ছাটাই করে ফেলতে হবে। পোকা দেখা মাত্র মেরে ফেলতে হবে।
প্রতি লিটার পানিতে ০.৫ মিলি ইমিটাফ কীটনাশক ও প্রতি লিটার পানিতে ২ গ্রাম অটোস্টিন ছত্রাকনাশক পাতায় মিশিয়ে স্প্রে করতে হবে।

৭ দিন পর পর ২-৩ বার স্প্রে করতে হবে।
বিকেলের দিকে স্প্রে করা সবচেয়ে ভালো। রোদে কখনো স্প্রে করবেন না।
ইমিটাফ কিটনাশক ও অটোস্টিন ছত্রাকনাশক কিনতে আমাদের ইনবক্স করুন। আমরা হোম ডেলিভারি করি।

ফার্মসএন্ডফার্মার/০২ডিসেম্বর২০২০